Advertisement

রেলের শাস্তি? ভাইরাল Video-ই বিপদে ফেলল কলকাতার 'ভাইরাল গার্ল'কে

রেল স্টেশন থেকে শপিং মল। সব জায়গায় ভিডিও করে রাতারাতি সোশাল মিডিয়ায় স্টার হয়ে উঠেছেন কলকাতার সহেলি রুদ্র (Saheli Rudra)। শহর থেকে শহরতলি, অনেক স্টেশনেই ঘুরে ঘুরে নাচতে দেখা গেছে তাঁকে। আর এবার সেই নাচের কারণেই তাঁকে বিপদে পড়তে হতে পারে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে রেলপুলিশ।

ভাইরাল গার্ল সহেলি রুদ্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Oct 2021,
  • अपडेटेड 12:27 PM IST
  • ভিডিও করে রাতারাতি সোশাল মিডিয়ায় স্টার হয়ে উঠেছেন কলকাতার সহেলি রুদ্র
  • এবার সেই নাচের কারণেই তাঁকে বিপদে পড়তে হতে পারে
  • তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে রেলপুলিশ

রেল স্টেশন থেকে শপিং মল। সব জায়গায় ভিডিও করে রাতারাতি সোশাল মিডিয়ায় স্টার হয়ে উঠেছেন কলকাতার সহেলি রুদ্র (Saheli Rudra)। শহর থেকে শহরতলি, অনেক স্টেশনেই ঘুরে ঘুরে নাচতে দেখা গেছে তাঁকে। আর এবার সেই নাচের কারণেই তাঁকে বিপদে পড়তে হতে পারে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে রেলপুলিশ। 

আরও পড়ুন : হিন্দুদের উপর আক্রমণ নিয়ে বাংলাদেশ মিডিয়া কী বলছে?

নাচের কারণে সহেলি রুদ্র ভাইরাল হয়েছেন। সেই নাচ রেল স্টেশনে করার  জন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও নিতে পারে ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত এক টুইটকে ঘিরে। একজন ব্যক্তি একটি টুইট করে সহেলি রুদ্র-র একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, সহেলি নাচ করছেন স্টেশনে। আর তাঁর জন্য বিপদে পড়তে হচ্ছে যাত্রীদের। টুইটবার্তায় ওই ব্যক্তি লিখেছেন, 'এই মহিলার রিল ভিডিও  বানানোর চক্করে সাধারণ মানুষ অসুবিধেয় পড়ছেন। রেল কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না?' 

এই টুইট করার পরই ইস্টার্ন রেলের তরফে পাল্টা টুইট করা হয়েছে। সেখানে উত্তরে লেখা হয়েছে, বিষয়টি RPF-কে জানানো হয়েছে।'  

প্রসঙ্গত, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সহেলির নাচ বেশ পছন্দের। 'সাত সমুন্দর পার'-এর রিমিক্স ট্র্যাকে নাচতে দেখা যায় সহেলিকে। দর্শকদের ভিড় লেগে যায় তাঁকে দেখতে। ইনস্টাগ্রামে তাঁর নাচের প্রচুর ভিডিও রয়েছে। ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। তবে এবার ভাইরাল হওয়ার জন্যই না বিপদে পড়তে হয় কলকাতার ভাইরাল গার্লকে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement