Advertisement

পুষ্পা ছবির শ্রীভল্লি গানে নাচ কোরিয়ান মহিলার, ঝড়ের গতিতে ভিডিও Viral

Korean G1 নামে একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি। যে মহিলাকে নাচতে দেখা যাচ্ছে তাঁর পোশাকটিও বেশ খানিকটা ছবিতে আল্লু অর্জুনের (Allu Arjun) পোশাকের মতো। আর সেটা আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। 

শ্রীভল্লি গানে নেচে ভাইকাল মহিলাশ্রীভল্লি গানে নেচে ভাইকাল মহিলা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Feb 2022,
  • अपडेटेड 1:18 AM IST
  • কোরিয়াতেও 'পুষ্পা'র জাদু
  • ছবির গানে নাচলেন কোরিয়ান মহিলা
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

আল্লু অর্জুন অভিনীত পুষ্পা: দ্য রাইজ (Pushpa: The Rise) যে ব্লকবাস্টার তাতে কোনও সন্দেহ নেই। ছবিটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেলেও এখনও অনলাইনে ট্রেন্ডিং। আল্লু অর্জুনের সংলাপ থেকে শুরু করে আকর্ষণীয় গান, সবকিছুই ইন্টারনেটে হিট। এছাড়াও দর্শকরা আল্লু আর্জুনের শ্রীভল্লি গানের স্টেপসে এখনও মজে। আর সেই গানেই এবার নাচলেন এক কোরিয়ান মহিলা, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Korean G1 নামে একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি। যে মহিলাকে নাচতে দেখা যাচ্ছে তাঁর পোশাকটিও বেশ খানিকটা ছবিতে আল্লু অর্জুনের (Allu Arjun) পোশাকের মতো। আর সেটা আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। 

ভিডিওর (Video) ক্যাপশানে লেখা, 'আপনি যতটা ভাবছেন তার চেয়েও কঠিন এই নাচটি। কোরিয়ান ভার্সানে আল্লু অর্জুন।' 

আরও পড়ুন

ভিডিওটি শেয়ার হওয়ার পরেই ভাইরাল (Viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। মহিলার নাচের পারফরম্যান্সে অবাক নেটিজেনরা। কমেন্ট বক্সে খোলা মনে প্রশংসাও করেছেন তাঁরা। 

 

Read more!
Advertisement
Advertisement