Advertisement

লতা মঙ্গেশকরের পুরনো ছবি Viral, নেটিজেনরা বললেন, 'প্রিয় মেয়েকে নিয়ে গেলেন মা সরস্বতী'

ট্যুইটারে ছবিটি শেয়ার করেন উত্তর প্রদেশের এডিজি নভনীত সেকেরা। ছবির ক্যপাশানে তিনি লেখেন একটি যুগের পরিসমাপ্তি। তাতে এখনও পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। কমেন্ট সেকশানে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার লতা মঙ্গেশকরের বিভিন্ন পারফরম্যান্সেরও ভিডিও শেয়ার করেছেন। 

মা সরস্বতীর ছবির সামনে লতা মঙ্গেশকরমা সরস্বতীর ছবির সামনে লতা মঙ্গেশকর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Feb 2022,
  • अपडेटेड 6:12 PM IST
  • মা সরস্বতীর ছবির সামনে দাঁড়িয়ে লতাজি
  • ছবি শেয়ার এক পুলিশ কর্তার
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি

চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে পরপাড়ে যাত্রা করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত ৮ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

রবিবার লতা মঙ্গেশকরের প্রয়াণের (Lata Mangeshkar Passes Away) খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় শ্রদ্ধার্ঘের বন্যা। এর মাঝে ভাইরাল হয় মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে শিল্পীর একটি ছবি। 

ট্যুইটারে ছবিটি শেয়ার করেন উত্তর প্রদেশের এডিজি নভনীত সেকেরা। ছবির ক্যপাশানে তিনি লেখেন একটি যুগের পরিসমাপ্তি। তাতে এখনও পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। কমেন্ট সেকশানে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার লতা মঙ্গেশকরের বিভিন্ন পারফরম্যান্সেরও ভিডিও শেয়ার করেছেন। 

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া এক ইউজার লিখেছেন, 'মা সরস্বতী ফিরে যাওয়ার সময় তাঁর প্রিয় মেয়েকে নিয়ে গেলেন'। 'অপর একজন লিখেছেন মা সরস্বতী ও তাঁর অবতার'। 

প্রসঙ্গত, ২০১৮ সালে বসন্ত পঞ্চমীর দিন ছবিটি ট্যুইটারে শেয়ার করেছিলেন লতা মঙ্গেশকর। 

 

Read more!
Advertisement
Advertisement