Advertisement

পুলিশ ও বনকর্মীর ওপর হামলা চিতাবাঘের, দেখুন রোমহর্ষক Video

পরপর ২ জনকে আক্রমণ করে চিতাবাঘটি। যদিও সৌভাগ্যক্রমে কেউই গুরুতর আহত হননি। এই প্রসঙ্গে শশাঙ্ক কুমার সাওয়ান ট্যুইটের ক্যাপশানে লেখেন, “পুলিশ এবং বন বিভাগের কর্মীদের জন্য কঠিন দিন। তাঁদের মধ্যে কয়েকজন জখম হয়েছেন। তাদের বীরত্ব ও সাহসিকতাকে সালাম জানাই। শেষ পর্যন্ত চিতাবাঘসহ সবাই নিরাপদ।” 

ঘটনার মুহূর্তের ছবিঘটনার মুহূর্তের ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 May 2022,
  • अपडेटेड 11:27 PM IST
  • হামলা চালাল চিতাবাঘ
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • বিভিন্ন কমেন্ট নেটিজেনদের

বনকর্মী ও পুলিশের ওপরে আক্রমণ চিতাবাঘের। আর সেই ঘটনার মুহূর্ত রেকর্ড হল ক্যামেরায়। বর্তমানে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি (Video) সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন পানিপথের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান। 

ভিডিওতে দেখা যাচ্ছে পরপর ২ জনকে আক্রমণ করে চিতাবাঘটি। যদিও সৌভাগ্যক্রমে কেউই গুরুতর আহত হননি। এই প্রসঙ্গে শশাঙ্ক কুমার সাওয়ান ট্যুইটের ক্যাপশানে লেখেন, “পুলিশ এবং বন বিভাগের কর্মীদের জন্য কঠিন দিন। তাঁদের মধ্যে কয়েকজন জখম হয়েছেন। তাদের বীরত্ব ও সাহসিকতাকে সালাম জানাই। শেষ পর্যন্ত চিতাবাঘসহ সবাই নিরাপদ।” 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়ে যায়। চিতাবাঘটিকে ধরার সময় জগদীপ নামে এক পুলিশ আধিকারিক অদম্য সাহসের পরিচয় রেখেছেন। 

আরও পড়ুন

নেটিজেনরা ক্লিপিংটি দেখে হতবাক এবং গোটা টিমের প্রশংসাও করেছেন তাঁরা। তবে কেউ কেউ অবশ্য বলেছেন, পুলিশ এবং আধিকারিকদের উপযুক্ত সুরক্ষা ও সরঞ্জাম ছাড়া চিতাবাঘের কাছে যাওয়া ঠিক হয়নি। 

 

Read more!
Advertisement
Advertisement