Advertisement

বরের গলার টাকার মালা থেকে নোট চুরি, Video দেখলে হাসি চাপতে পারবেন না

ভিডিওটিতে (Video) দেখা যাচ্ছে টাকার মালা পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে বসে রয়েছেন বর। আর বরের কাছেই বসে থাকা এক ব্যক্তি সেই মালা থেকে কিছু নোট নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই বর একবার তার দিকে তাকাতেই হাত সরিয়ে নেয় সে। 

টাকার মালা থেকে চুরিটাকার মালা থেকে চুরি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Apr 2022,
  • अपडेटेड 6:07 PM IST
  • টাকার মালা থেকে চুরি
  • চুরির ঘটনা ক্যামেরায় বন্দি
  • ইনস্টাগ্রামে ভিডিও ভাইরাল

বরের গলায় টাকার মালা। সেই মালা থেকেই টাকা চুরি করছে এক ব্যক্তি। আর গোটা ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। সেই ভিডিওই এখন ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওটিতে (Video) দেখা যাচ্ছে টাকার মালা পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে বসে রয়েছেন বর। আর বরের কাছেই বসে থাকা এক ব্যক্তি সেই মালা থেকে কিছু নোট নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই বর একবার তার দিকে তাকাতেই হাত সরিয়ে নেয় সে। 

তারপর ফের একবার মালা থেকে টাকা হাতানোর চেষ্টা করে ওই ব্যক্তি। আর দ্বিতীয় চেষ্টায় সফলও হয় সে। তবে ওই ব্যক্তির গোটা কীর্তিই ক্যামেরার লেন্সে বন্দি হয়।  

আরও পড়ুন

ভিডিওটি ইনস্টাগ্রামে (Instagram) আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। মজার মজার কমেন্টও করেছেন অনেকে। এক ইউজার লিখেছেন 'Indian Money Heist'। 

 

Read more!
Advertisement
Advertisement