এক মহিলা নিজের প্রস্রাব বিক্রি করে প্রচুর টাকা আয় করেছেন। নিজেই সে কথা জানিয়েছেন। তিনি তো তা-ই দাবি করেছেন। তার নাম ক্য়াক্টাস কুটি। কী করে তিনি সে কাজ করেছেন, জানিয়েছেন সে কথা।
আরও পড়ুন: UPSC Civil Services 2020 : সফল প্রার্থীরা কী করে প্রস্তুতি নিয়েছিলেন, জানুন
দারুণ চাহিদা!
তাঁর কীর্তির ব্য়াপারে ডেইলি স্টার-এ একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, তাঁর প্রস্রাবের চাহিদা এতই বেড়ে গিয়েছে যে লোকজন হাজার-হাজার টাকা খরচ করে তা কিনতে চাইছে।
আরও পড়ুন: কলকাতা ফিল্ম ফেস্টিভ্য়ালে থাকছে তাঁর সিনেমা, কেন এখনও অটুট কলকাতার গদার-প্রেম
কাপ হিসেবে বিক্রি
তিনি স্বীকার করেছেন, এক কাপ ইউরিন ৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন। কোনও ক্রেতা বেশি প্রস্রাব চাইলে তিনি তাঁদের ছাড় দিতেন। তিনি জানিয়েছেন, লোকজন তাঁর ইউরিন বিভিন্ন রকম কাজে লাগাতেন। অনেকে আবার ফ্রিজে রেখে বরফও বানাতেন।
আরও পড়ুন: মোবাইলে চার্জ শেষ? যাতাযাতের সময় মেট্রোই দেবে পাওয়ার ব্য়াঙ্ক
তিনি দাবি করেছেন, তাঁর প্রস্রাব তাঁর জন্য তরল সোনার মতো। আর তাই তিনি এত টাকা কামাতে পেরেছেন।
বাতকর্ম বেচে আয়
এর আগে আমেরিকার এক মহিলার ব্য়াপারে জানা গিয়েছিল যিনি নিজের বাতকর্ম বিক্রি করতেন। আর তা করে তিনি প্রচুর টাকা কামিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, নিজের বাতকর্ম বিক্রি করে লাখ লাখ টাকা কামাই করেছেন।
আরও পড়ুন: ব্রণ মামুলি নয়, হতে পারে বড়সড় অসুস্থতার লক্ষণ, কী ধরনের অসুখ?
তবে তিনি ওই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কারণ হিসেবে জানা গিয়েছিল, অতিরিক্ত বাতকর্মের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং তাঁকে ভর্তি করাতে হয় হাসপাতালে।
আরও পড়ুন: এবার গোসাবায় বাঘের পায়ের ছাপ, পৌঁছেছে বন দফতর
তাঁর নাম স্টেফনি মাট্টো। তিনি প্রাক্তন রিয়েলটি স্টার। আমেরিকার রিয়েলটি শো '90 Day Fiance' থেকে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। কিছুদিন আগে থেকে তিনি অনলাইনে বাতকর্ম বিক্রি করতে শুরু করেন।
তবে খুব তাড়াতাড়ি তিনি নিজের ওই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন। কারণ প্রতিকূল ডায়েট, অত্যধিক ফার্ট বা বাতকর্মের কারণে শরীরের অবস্থা খারাপ হয়ে পড়ে। আর সে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করাত হয়।
তিনি জানিয়েছিলেন, তাঁর বুকে প্রবল ব্যথা উঠেছিল। তাই তিনি নিজেই হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি হন।