হাই হিল পর হাঁটা অনেক মহিলার কাছেই বেশ কঠিন। কিন্তু সেই হাই হিল পরেই এক মহিলা এমন কান্ড করলেন যে তাঁর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়ে গেল। ওলগা হেনরি (Olga Henry) নামে ওই ক্রীড়াবিদ ইতিহাস সৃষ্টি করেছেন।
হাই হিল পরে ঝুলন্ত দড়ির ওপরে দাঁড়ালেন ওলগা হেনরি। আর শুধু দাঁড়ানোই নয় একাধিকবার ওই দড়ির ওপরে লাফাতেও দেখা গেল তাঁকে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকা বিচে এই অবাক করা স্কিল প্রদর্শন করেন তিনি। প্রায় ১ মিনিট ধরে চলে গোটা প্রক্রিয়াটি।
Guinness World Records-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাই হিল পরে দড়ির ওপরে একের পর এক লাফাচ্ছেন ওলগা হেনরি।
ভিডিওটি (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ারা হওয়ার পরেই ঝড়ের (Viral) গতিতে ভাইরাল হয়। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ওলগা হেনরির এই স্কিল অবাক করে দিয়েছে নেটিজেনদের। বিভিন্ন কমেন্টও করেছেন তাঁরা।
ভিডিও দেখে এক ইউজার লিখেছেন, 'যাঁরা ব্যাকগ্রাউন্ডে হাঁটছেন তাঁরা কি জানেন যে তিনি একজন রেকর্ড হোল্ডার? তাঁদের থামা উচিত ও সম্মান প্রদর্শন করা উচিত।' অপর এক ইউজার লিখেছেন, 'এটি করা সত্যিই কঠিন, জাদুবিদ্যা।'
আরও পড়ুন - সুন্দরী মডেলের 'দাঁতের দাম' ১৫ লক্ষ টাকা, ফ্যানের আজব অফার