Advertisement

Chanakya Niti: শুধুমাত্র বোকারাই এই তিন সময়ে সাহস দেখায়, বলেছেন চাণক্য

সাহস অত্যন্ত ভাল গুণ। এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সাহস দেখাতে নেই। বরং সাবধানেই থাকতে হয়। নয় তো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। আচার্য্য চাণক্য তাঁর শিক্ষায় এমনটাই বলে গিয়েছেন। তিনি জানিয়েছেন, সাহস বড় গুণ হলেও, নির্দিষ্ট কিছু সময়ে কখনও যেচে সাহস দেখাতে নেই। এতে উল্টে বিপদ বাড়তে পারে। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2023,
  • अपडेटेड 12:42 AM IST
  • সাহস অত্যন্ত ভাল গুণ। এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সাহস দেখাতে নেই।
  • সাবধানেই থাকতে হয়। নয় তো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।
  • আচার্য্য চাণক্য তাঁর শিক্ষায় এমনটাই বলে গিয়েছেন। তিনি জানিয়েছেন, সাহস বড় গুণ হলেও, নির্দিষ্ট কিছু সময়ে কখনও যেচে সাহস দেখাতে নেই। এতে উল্টে বিপদ বাড়তে পারে। 

সাহস অত্যন্ত ভাল গুণ। এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সাহস দেখাতে নেই। বরং সাবধানেই থাকতে হয়। নয় তো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। আচার্য্য চাণক্য তাঁর শিক্ষায় এমনটাই বলে গিয়েছেন। তিনি জানিয়েছেন, সাহস বড় গুণ হলেও, নির্দিষ্ট কিছু সময়ে কখনও যেচে সাহস দেখাতে নেই। এতে উল্টে বিপদ বাড়তে পারে। 

তিনি আরও বলেছেন, এমন পরিস্থিতি কখনও এলে কোনও ব্যক্তির সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করা উচিত। জোর করে যদি কেউ সেখানে জেদের বশে থেকে যায়, সেক্ষেত্রে তার ক্ষতি হওয়াটা এক প্রকার সুনিশ্চিত। 

১. চাণক্য বলেছেন, কোনও স্থানে যদি দেখেন এক বা একাধিক মানুষ নিজেদের মধ্যে মারপিট করছেন, সেই স্থান অবিলম্বে ত্যাগ করুন। এতে কাপুরুষতার কিছুই নেই। মারপিট থামাতে গিয়ে উল্টে আপনি নিজেই ফেঁসে যেতে পারেন।  

২. চাণক্য বলেছেন, যে স্থানে বাস করেন, সেখানে খাদ্যদ্রব্যের দাম যদি আগের তুলনায় দ্রুত হারে বাড়তে শুরু করে এবং দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়, অবিলম্বে সেই জায়গা ছেড়ে চলে যান। 

এমন স্থানে থাকাকে নিজের পায়ে কুড়ুল মারার মতো ক্ষতিকর বলে বর্ণনা করেছেন চাণক্য। 

৩. শত্রু যদি হঠাৎ আক্রমণ করে, তবে সেই স্থান ত্যাগ করাই শ্রেয়। আপনি যদি প্রস্তুত না থাকেন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দিতে পারবেন না।  

তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শত্রুর আঘাত মোকাবিলা করার শক্তি আপনার না-ও থাকতে পারে।

একইভাবে, বাস্তব ক্ষেত্রেও কেউ হঠাৎ আপনাকে আক্রমণ করলে সাহস দেখিয়ে পাল্টা আঘাত করতে যাবেন না। বরং সেই স্থান থেকে নিরাপদে পালানোর চেষ্টা করাই শ্রেয়। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement