Advertisement

Radhika Net Worth: মুকেশ আম্বানির হবু বউমা রাধিকার পরিবারের কীসের ব্যবসা-তিন বেয়াইয়ের মধ্যে কে ধনী?

রাধিকা মার্চেন্টের সৌন্দর্য্যে অনেকেই মুগ্ধ। তবে তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায়ী মনোভাবের দিকটি জানেন না। সেক্ষেত্রে জেনে রাখুন, মুকেশ আম্বানির পুত্রবধূও কোনও অংশে কম নন। রীতিমতো নামী ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। বাবার ব্যবসায় অনেক অল্প বয়স থেকেই কাজও করেন। 

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2024,
  • अपडेटेड 6:40 PM IST
  • অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং এখন ট্রেন্ডিং। এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা!
  • প্রি-ওয়েডিংয়েই জাকজমকে কোনও খামতি রাখেননি মুকেশ আম্বানি। বসেছিল চাঁদের হাট।
  • রাধিকা মার্চেন্টের সৌন্দর্য্যে অনেকেই মুগ্ধ। তবে তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায়ী মনোভাবের দিকটি জানেন না। সেক্ষেত্রে জেনে রাখুন, মুকেশ আম্বানির পুত্রবধূও কোনও অংশে কম নন।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং এখন ট্রেন্ডিং। এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা! প্রি-ওয়েডিংয়েই জাকজমকে কোনও খামতি রাখেননি মুকেশ আম্বানি। বসেছিল চাঁদের হাট। তবে 'পিকচার অভি বাকি হ্যায়'।আগামী ১২ জুলাই সাত পাকে বাধা পড়বেন অনন্ত-রাধিকা।

রাধিকা মার্চেন্টের সৌন্দর্য্যে অনেকেই মুগ্ধ। তবে তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ব্যবসায়ী মনোভাবের দিকটি জানেন না। সেক্ষেত্রে জেনে রাখুন, মুকেশ আম্বানির পুত্রবধূও কোনও অংশে কম নন। রীতিমতো নামী ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। বাবার ব্যবসায় অনেক অল্প বয়স থেকেই কাজও করেন। 

রাধিকার বাবা বীরেন মার্চেন্টও দেশের ধনীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম। স্বাস্থ্য পরিষেবা সংস্থা এনকোর-এর CEO বীরেন মার্চেন্ট। রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫৫ কোটি টাকা। রাধিকা মার্চেন্ট বাবার সংস্থাতেই কাজ করেন। এর পাশাপাশি তালিমপ্রাপ্ত নৃত্যশিল্পী তিনি।

নৃত্যশিল্পী রাধিকা

আম্বানি পরিবারে বিয়ে...
মুকেশ-কন্যা ইশা আম্বানি পিরামল পরিবারের পুত্রবধূ। ইশা আম্বানির শ্বশুর অজয় পিরামল, পিরামল গ্রুপের প্রধান। পিরামল এন্টারপ্রাইজ ফার্মা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক পরিষেবার ব্যবসায় জড়িত। ৩০টি দেশে শাখা রয়েছে। অজয় পিরামল ছাড়াও তাঁর স্ত্রী স্বাতী পিরামল, পিরামল বোর্ডের ভাইস চেয়ারম্যান। তাঁদের মেয়ে নন্দিনী ও ছেলে আনন্দ পিরামল (ইশার স্বামী)ও বোর্ডে রয়েছেন। ফোর্বসের মতে, অজয় পিরামলের মোট সম্পদের পরিমাণ ৩.২৫ বিলিয়ন ডলার (প্রায় ২৬,৯৩৮ কোটি টাকা)।

অনন্তের দাদা, আকাশ আম্বানির শ্বশুরের হীরার ব্যবসা রয়েছে। নাম অরুণ রাসেল মেহতা। শ্লোকা মেহতার সঙ্গে ৯ মার্চ ২০১৯-এ মুকেশ-নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির বিয়ে হয়। রাসেল মেহতা দেশের অন্যতম বড় হীরা ব্যবসায়ী।বিভিন্ন দেশে তাঁর ব্যবসা। রোজি ব্লু কোম্পানির এমডি তিনি। বিশ্বের সবচেয়ে বড় হীরা সংস্থাগুলির মধ্যে এটি অন্যতম। ভারতের ২৬টি শহরে এর ৩৬টিরও বেশি স্টোর রয়েছে। বর্তমানে বিশ্বের ১২টি দেশে হীরার ব্যবসা তাঁর সংস্থার। বিজনেস টুডে-র প্রতিবেদন অনুসারে, অরুণ রাসেল মেহতার আনুমানিক মোট সম্পদ প্রায় ৩,০০০ কোটি টাকা (২০১৮-১৯ অনুযায়ী)।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement