Advertisement

Ramadan 2022: সামনে রমজান, সৌদিতে উটের দাম নিলামে ১৪ কোটি ছুঁল, কেন?

সৌদি আরবের একটি স্থানীয় নিউজ পোর্টাল Al Mard জানাচ্ছে এই উটটির জন্য সার্বজনীন নিলামের আয়োজন করা হয়েছিল। নিলামের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে একজনকে মাইক্রোফোন নিয়ে নিলাম পরিচালনা করতে দেখা যাচ্ছে। উটটির প্রাথমিক দাম ধার্য করা হয় ৫ মিলিয়ন সৌদি রিয়াল, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০ কোটি ১৬ লক্ষ ৪৮ হাজার ৮৮০ টাকা। উটটির সর্বোচ্চ দাম ওঠে ৭ মিলিয়ন সৌদি রিয়াল। সেই দামেই নিলাম করা হয় উটটিকে। তবে এত দাম দিয়ে উটটিকে কে কিনলেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

উটের দাম উঠল ১৪ কোটির বেশি (প্রতীকী ছবি)উটের দাম উঠল ১৪ কোটির বেশি (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Mar 2022,
  • अपडेटेड 4:01 PM IST
  • সৌদি আরবে উটের নিলাম
  • দাম উঠল ১৪ কোটির বেশি
  • রইল উটের ভিডিও

পবিত্র রমজান মাস (Ramadan 2022) উপলক্ষে সৌদি আরবে (Saudi Arabia) একটি উটের (Camel) দাম এমন উঠল যা শুনে চমকে যাবেন। এটিকে এখনও পর্যন্ত সৌদি আরবের অন্যতম মূল্যবান উট হিসেবে ধরা হচ্ছে। নিলামে উটটির দাম উঠল ৭ মিলিয়ন সৌদি রিয়াল, ভারতীয় মুদ্রায় যার দাম ১৪ কোটি ২৩ লক্ষ ৪৫ হাজার ৪৬২ টাকা। 

সৌদি আরবের একটি স্থানীয় নিউজ পোর্টাল Al Mard জানাচ্ছে এই উটটির জন্য সার্বজনীন নিলামের আয়োজন করা হয়েছিল। নিলামের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে একজনকে মাইক্রোফোন নিয়ে নিলাম পরিচালনা করতে দেখা যাচ্ছে। উটটির প্রাথমিক দাম ধার্য করা হয় ৫ মিলিয়ন সৌদি রিয়াল, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০ কোটি ১৬ লক্ষ ৪৮ হাজার ৮৮০ টাকা। উটটির সর্বোচ্চ দাম ওঠে ৭ মিলিয়ন সৌদি রিয়াল। সেই দামেই নিলাম করা হয় উটটিকে। তবে এত দাম দিয়ে উটটিকে কে কিনলেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে, উটটিকে একটি জায়গায় রাখা হয়েছে, আর তার আশেপাশে পারম্পরিক পোশাকে বহু মানুষ ভিড় করে রয়েছেন। এই উটটিকে অত্যন্ত বিরল বলেই মনে করা হচ্ছে। উটটি তার অনন্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই প্রজাতির উট খুব কম দেখা যায় বলেও জানা যাচ্ছে। 

আরও পড়ুন

সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে যুক্ত উট
সৌদি আরবের মানুষের জীবনযাত্রার সঙ্গে বহু আগে থেকেই যুক্ত উট। এমনকি উট সৌদি আববের সংস্কৃতির অঙ্গও। এছাড়া রমজান মাসেও উটের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রমজান মাস শেষ হওয়ার পরের দিন এই উটকেই কুরবানি দেওয়া হয়। ইসলাম ধর্মে করুবানির প্রাণীকে ৩টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি কোনও গরীবকে দান করা হয়। আর বাকি ২টি অংশ পরিবার ও আত্মীয়দের জন্য রাখা হয়। 

অন্যদিকে সৌদি আরবেই বিশ্বের সবচেয়ে বড় উট উৎসবের আয়োজন করা হয়। ক্যামেল ক্লাব কর্তৃক আয়োজিত এই উৎসবের প্রধান উদ্দেশ্যই হল সৌদি আরব, উপসাগরীয় দেশসমূহ এবং ইসলামিক সংস্কৃতিতে উটের ঐতিহ্যকে আরও মজবুত করা ও প্রচার করা। এই উৎসবের মাধ্যমে পর্যটন, খেলাধুলা ও বিনোদনের প্রচারও করা হয়।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement