Advertisement

Ratan Tata: 'ভারতের কোহিনূর', ১১ হাজার হিরেতে যখন ফুটে উঠল রতন টাটার মুখ, VIRAL

প্রয়াত কিংবদন্তি শিল্পপতি রতন টাটার শ্রদ্ধার্ঘে ১১ হাজার হিরে দিয়ে তৈরি তাঁর প্রতিকৃতি ভাইরাল। গত বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৮৬ বছর বয়সে প্রাণ হারান 'ভারতের রতন'। সততা, ন্যায়পরায়ণ, দূরদর্শী শিল্পপতির প্রয়াণে শোকাহত হন আপামর দেশবাসী। কোটি কোটি ভক্তের মধ্যে এক শিল্পীর ১১ হাজার হিরে দিয়ে তৈরি প্রতিকৃতি ইনস্টাগ্রামে ভাইরাল।

১১ হাজার হিরেয় ফুটে উঠল রতন টাটার মুখ
Aajtak Bangla
  • সুরাত,
  • 14 Oct 2024,
  • अपडेटेड 1:25 PM IST

প্রয়াত কিংবদন্তি শিল্পপতি রতন টাটার শ্রদ্ধার্ঘে ১১ হাজার হিরে দিয়ে তৈরি তাঁর প্রতিকৃতি ভাইরাল। গত বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৮৬ বছর বয়সে প্রাণ হারান 'ভারতের রতন'। সততা, ন্যায়পরায়ণ, দূরদর্শী শিল্পপতির প্রয়াণে শোকাহত হন আপামর দেশবাসী। কোটি কোটি ভক্তের মধ্যে এক শিল্পীর ১১ হাজার হিরে দিয়ে তৈরি প্রতিকৃতি ইনস্টাগ্রামে ভাইরাল। ইতিমধ্যে ভিডিওটি পাঁচ মিলিয়নেরও বেশি মানুষের মন কেড়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই প্রতিকৃতিটির জন্য সুরাতের এই শিল্পীর কাজে প্রশংসায় ভরিয়ে দেন। নেটিজেনদের কেউ লিখলেন, "তিনি জীবিত থাকাকালীন এই ভালবাসা দেখলে কতটা সুখ অনুভব করতেন।" আবার কেউ লিখলেন, "আমি গর্ব করে বলতে পারি যে আমি রতন টাটা স্যারের যুগে জন্মেছি।" কেউ আবার লেখেন, "হ্যাঁ, তিনি ভারতের কোহিনূর।"

গত ৯ অক্টোবর প্রয়াত হন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। তাঁর শেষযাত্রায় দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মানে হয়। ১৯৯১-২০১২ সাল পর্যন্ত তাঁর নেতৃত্বে, টাটা সল্ট থেকে সফ্টওয়্যার টাটা গ্রুপের আয় ৪০ গুণেরও বেশি বাড়িয়ে দেওয়ার নেপথ্যএ রয়েছেন তিনি।

রতন টাটা ভারতবাসীর জন্য দেবদূত হয়ে ওঠেন। ওলা, লেন্সকার্ট, Paytm, Cure.fit, আরবান কোম্পানি, স্ন্যাপডিল এবং আরবান ল্যাডারের মতো বেশ কয়েকটি স্টার্টআপকে সমর্থন করেন। Zivame, CarDekho, Teabox এবং Abra এর মত উদ্যোগকেও সমর্থন করেছেন।

প্রবীণ শিল্পপতির লক্ষ্য ছিল ভারতে উদীয়মান প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়া উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে কাজ করা স্টার্টআপগুলির উপর। রতন টাটা শুধুমাত্র এই স্টার্টআপগুলির জন্য একজন বিনিয়োগকারীই ছিলেন না বরং একজন উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসাবে তাদের পথপ্রদর্শন করেছিলেন।
 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement