Advertisement

স্কুবা ডাইভারের দাঁত সাফ করে দিল চিংড়ি! বিশ্বাস হচ্ছে না? দেখুন Video

ভিডিওতে (Video) দেখা যাচ্ছে জলের নিচে এক স্কুবা ডাইভার নিজের মুখটি খুলে দিলেন, আর একটি চিংড়ি সঙ্গে সঙ্গে সেই মুখের মধ্যে ঢুকে পড়ল। মুখের মধ্যে সেই চিংড়িটিকে এমনভাবে নিজের পা ও শুঁড় নাড়াতে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে যেন সেটি ওই স্কুবা ডাইভারের দাঁত পরিষ্কার করে দিচ্ছে।

দাঁত 'পরিষ্কার করল' চিংড়িদাঁত 'পরিষ্কার করল' চিংড়ি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Apr 2022,
  • अपडेटेड 4:22 PM IST
  • চিংড়ি ও স্কুবা ডাইভারের আজব ভিডিও
  • স্কুবা ডাইভারের 'দাঁত পরিষ্কার' করে দিল চিংড়িটি
  • ট্যুইটারে ভিডিও ভাইরাল

ধরুন আপনার দাঁত পরিষ্কার করার প্রয়োজন, তাহলে আপনি নিশ্চয় ব্রাশ করবেন, বা চিকিৎসকের কাছে যাবেন। কিন্তু যদি একটি চিংড়ি মাছ আপনার দাঁত পরিষ্কার করে দেয়, তাহলে? বিষয়টি শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনটাই ঘটেছে। ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে সেই ভিডিওটি। 

ভিডিওতে (Video) দেখা যাচ্ছে জলের নিচে এক স্কুবা ডাইভার নিজের মুখটি খুলে দিলেন, আর একটি চিংড়ি সঙ্গে সঙ্গে সেই মুখের মধ্যে ঢুকে পড়ল। মুখের মধ্যে সেই চিংড়িটিকে এমনভাবে নিজের পা ও শুঁড় নাড়াতে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে যেন সেটি ওই স্কুবা ডাইভারের দাঁত পরিষ্কার করে দিচ্ছে। 

 

আরও পড়ুন

ভিডিওটি ট্যুইটারে (Twitter) শেয়ার হতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, চিংড়িটি কি বাস্তবেই ওই স্কুবা ডাইভারের দাঁত পরিষ্কার করে দিয়েছে? যদিও সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। 

 

Read more!
Advertisement
Advertisement