Advertisement

ভাল্লুকের তাড়া খেয়ে পালাল বাঘ, দেখুন Viral Video

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেষার করেছেন ভারতীয় বন পরিষেবার আধিকারিক সুধা রমন। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ডোবার পাশে দাঁড়িয়ে রয়েছে বাঘটি। আর বাঘটিকে দেখেই ভাল্লুকটি নিজের সামনের দুটো পা তোলে, তারপর সে তাড়া করে। ভাল্লুকটিকে তেড়ে আসতে দেখে পালিয়ে যায় বাঘটি। 

বাঘকে তাড়া করছে ভাল্লুক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jul 2021,
  • अपडेटेड 12:22 PM IST
  • বাঘকে তাড়া করল ভাল্লুক
  • ভয়ে পালিয়ে গেল বাঘ
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। এবার তেমনই আরও একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি ভাল্লুককে দেখা গেল বাঘকে তাড়া করতে। আর ভাল্লুকের  তাড়া খেয়ে পালিয়ে গেল বাঘটি। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেষার করেছেন ভারতীয় বন পরিষেবার আধিকারিক সুধা রমন। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ডোবার পাশে দাঁড়িয়ে রয়েছে বাঘটি। আর বাঘটিকে দেখেই ভাল্লুকটি নিজের সামনের দুটো পা তোলে, তারপর সে তাড়া করে। ভাল্লুকটিকে তেড়ে আসতে দেখে পালিয়ে যায় বাঘটি। 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ইতিমধ্যেই অনেকেই দেখে ফেলেছেন। তবে জানা যাচ্ছে, জঙ্গলে এটা কোনও বিরল দৃশ্য নয়। কারণ প্রতিপক্ষকে ভয় দেখানর জন্য ভাল্লুক নাকি এমনটা করেই থাকে। আর এক্ষেত্রে ভাল্লুকের সেই কৌশল কাজেও দিয়েছে। 

ভিডিওটি দেখে ইতিমধ্যেই অনেকেই নানা কমেন্টও করেছনে। এক ট্যুইটর ইউজার লিখেছন,'বন্যপ্রাণীরা জঙ্গলে থাকে। ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেন? কারণ ভয় সৃষ্টির জন্য।' 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement