হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি থেকে একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে সবাই অবাক। ভিডিওতে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের চন্দ্রা নদী পার হচ্ছে একটি মাহিন্দ্রা থার গাড়ি। নদীতেই গাড়ি চালাতে থাকেন ড্রাইভার। যদিও তাঁর পক্ষে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। তবে তিনি শেষমেশ নদী পার করে ফেলেন। হিমাচল পুলিশ ওই পর্যটককে চালান জারি করেছে।
নতুন বছরের ছুটি উদযাপন করতে বিপুল সংখ্যক হিল স্টেশনে পৌঁছেছেন। এ কারণে রাস্তায় ট্র্যাফিক জ্যাম লেগে যাচ্ছে। গত তিন দিনে প্রায় ৫৫ হাজার যানবাহন রোহতাংয়ের অটল টানেল দিয়ে গেছে। কুল্লু জেলায় পর্যটকদের ভিড়ের কারণে লাহৌল-মানালি সড়কের অনেক জায়গায় তীব্র যানজট রয়েছে। এরপর জ্যাম থেকে মুক্তি পেতে এক পর্যটক তাঁর মাহিন্দ্রা থার চন্দ্রা নদীতে নামিয়ে দেন। তারপর নিজেই নদীতে গাড়ি চালিয়ে অন্য জায়গায় পৌঁছে গেলাম। এ সময় কেউ একজন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ভিডিওটি পুলিশের কাছে পৌঁছলে তারা চালান জারি করে।
লাহৌল জেলার এসপি মায়াঙ্ক চৌধুরী ভাইরাল ভিডিও সম্পর্কে বলেন, 'সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একটি থার লাহৌল-স্পিতি জেলার চন্দ্রা নদী পার হচ্ছে। উক্ত গাড়ির বিরুদ্ধে একটি চালান জারি করা হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের অপরাধ না করে তার জন্য জেলা পুলিশ ওই স্থানে পুলিশ মোতায়েন করেছে।' সিমলা পুলিশ পর্যটকদের নিরাপদ ভ্রমণকে অগ্রাধিকার দেওয়ার এবং ট্র্যাফিক নিয়ম মেনে চলার জন্য আবেদন করেছেন। নববর্ষ উদযাপনের জন্য এই সপ্তাহে ১ লাখেরও বেশি যানবাহন সিমলায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।