রোদ পোহাচ্ছে একজোড়া কোবরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। পটনার সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে বাস এই দুই কোবরার। সেখানেই রোদ পোহাতে দেখা গেল এই দুই সাপকে। বিহার সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান সচিব দীপক কুমার সিং এই দুই সাপের রোদ পোহানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপরেই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি।
ভিডিওর ক্যাপশানে দীপক কুমার সিং লিখেছেন,'পাটনা চিড়িয়াখানায় এক জোড়া ভারতীয় কোবরা শীতের মরশুম উপভোগ করছে। কোবরাকে সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী সাপগুলির মধ্যে একটি ধরা হয়।'
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত প্রচুর ইউজার দেখে ফেলেছেন ভিডিওটি। তাতে নানাবিধ কমেন্টও করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত কিছুদিন আগে মহারাষ্ট্রে ৩৮ কোটি টাকার বিমা হাতানোর জন্য এক ব্যক্তিকে কোবরার কামড় দিয়ে খুন করানোর অভিযোগ ওঠে।