Advertisement

হাসপাতালের ডাক্তার ও ১০ নার্স একসঙ্গে গর্ভবতী, 'জল খেয়েই এই কাণ্ড?'

নার্সদের একসঙ্গে গর্ভবতী হওয়ার ঘটনায় কেউ কেউ মনে করছেন হাসপাতালের জলে বোধহয় কিছু মেশানো ছিল। আবার কেউ কেউ বলছেন, নার্সরা তাঁদের জল আলাদা করেই আনতেন। যদিও এইসব কথায় গুরুত্ব দিচ্ছেন না নার্সরা। হান্না মিলার নামে এক নার্স জানান, একজন নার্স রাতে নিজের জন্য জল এনেছিলেন। সেটা জেনে আমরা তাঁর সঙ্গে মজা করেছিলাম। 

গর্ভবতী ১০ মহিলা কর্মীগর্ভবতী ১০ মহিলা কর্মী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 May 2022,
  • अपडेटेड 6:41 PM IST
  • আমেরিকায় আশ্চর্যজনক ঘটনা
  • একই হাসপাতালের ১১ মহিলা কর্মী গর্ভবতী
  • অতীতেও ঘটেছে এই ধরনের ঘটনা

একই হাসপাতালের ১১ জন মহিলা কর্মী একসঙ্গে গর্ভবতী। তাঁদের মধ্যে ১০ জন নার্স এবং একজন ডাক্তার। এই ঘটনা ছড়িয়ে পড়তেই রীতিমতো আলোনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে, এটিই অবশ্য প্রথম নয় যেখানে একসঙ্গে একাধিক নার্স গর্ভবতী হলেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির (Missouri) লিবার্টি হাসপাতালে। সেখানে একসঙ্গে ১০ জন নার্স এবং ১ ডাক্তার গর্ভবতী হয়েছেন। এই ১১ জন মহিলা এই বছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে সন্তানদের জন্ম দেবেন। 

নার্সদের একসঙ্গে গর্ভবতী হওয়ার ঘটনায় কেউ কেউ মনে করছেন হাসপাতালের জলে বোধহয় কিছু মেশানো ছিল। আবার কেউ কেউ বলছেন, নার্সরা তাঁদের জল আলাদা করেই আনতেন। যদিও এইসব কথায় গুরুত্ব দিচ্ছেন না নার্সরা। হান্না মিলার নামে এক নার্স জানান, একজন নার্স রাতে নিজের জন্য জল এনেছিলেন। সেটা জেনে আমরা তাঁর সঙ্গে মজা করেছিলাম। 

আরও পড়ুন

'ডেইলি মেইল'-এর প্রতিবেদন অনুযায়ী, ওই সমস্ত মহিলা কর্মচারী প্রসূতি, লেবার ও ডেলিভারি বিভাগে কাজ করেন। মজার বিষয় হল এই ঘটনা কোনও পরিকল্পনা করে নয়, একেবারেই কাকতালীয়। 

২০১৯ সালে ৯ নার্স একসঙ্গে গর্ভবতী হয়েছিলেন
প্রসঙ্গত এর আগেও নার্স বা চিকিৎসা কর্মীদের একসঙ্গে গর্ভবতী হওয়ার ঘটনা ঘটেছে। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে এটি এই ধরনের তৃতীয় ঘটনা। ২০১৯ সালের শুরুতে, মেইন মেডিকেল সেন্টারের লেবার ও ডেলিভারি ইউনিটের ৯ জন নার্স একইসঙ্গে গর্ভবতী হন। তাঁদের ডেলিভারির ডেট ছিল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে।

অতীতের একটি ঘটনার ছবি

২০১৮ সালে ৮ নার্স একসঙ্গে গর্ভবতী
তারও আগে ২০১৮ সালে অ্যান্ডারসন হাসপাতালেও এই ধরনের ঘটনা ঘটে। সেই সময় ৮ মহিলা কর্মচারী এক সঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই ঘটনাটিও শিরোনামে এসেছিল। হাসপাতালের তরফে ওই গর্ভবতী মহিলা কর্মীদের ছবিও শেয়ার করা হয়। 

একসঙ্গে গর্ভবতী ৭ শিক্ষিকা

২০১৯ সালে ৭ শিক্ষিকা একসঙ্গে গর্ভবতী
অন্যদিকে ব্রিটেনে ২০১৯ সালে ওক স্ট্রিট এলিমেন্টারি স্কুলের ৭ শিক্ষিকা একসঙ্গে গর্ভবতী হয়ে পড়েন। যার জেরে স্কুলের প্রিন্সিপাল একযোগে ওই শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি দেন। গর্ভবতী শিক্ষিকাদের ছবি ফেসবুকেও শেয়ার করে স্কুল। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement