সোশ্যাল মিডিয়া (Social Media) মজার মজার ভিডিওর (Funny Video) খনি। আমরা প্রায়ই নানা ভিডিও খুঁজে পায়, যা বেশ মজার। সম্প্রতি ইন্টারনেটে একটি হাতির ভিডিও (Elephant Video) ভাইরাল হয়েছে। বেশির ভাগ ভিডিওতে হাতির ক্ষমতাকে দেখানো হয় আপনার মুখে হাসি ফোটাতে। আর এই ভিডিওটি একটু অন্যরকম। ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে একটি হাতিকে বাসে (Bus) ওঠার চেষ্টা করতে দেখা গিয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। বাসের দরজা দিয়ে হাতিটি সত্যিই ওঠার চেষ্টা করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। ১৪ সেকেন্ডের ক্লিপে প্রথমে একটি হাতিকে বাসের দিকে হাঁটতে দেখা যায়। চালক হাতিটিকে পার হতে দেওয়ার জন্য গাড়ির গতি কমিয়ে দিয়েছিলেন, কিন্তু হাতির অন্য পরিকল্পনা ছিল। জাম্বোটি তার শুঁড়টি প্রথমে বাসের দরজা দিয়ে গলিয়ে দেয়, এরপর বাসের মধ্যে ঢোকার চেষ্টা করে।
দেখুন ভিডিও:Diwali 2022: দীপাবলির রাতে এই ৫টি কাজ অবশ্যই করুন, সব ইচ্ছা পূরণ হবে
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "প্রত্যেকে দীপাবলির ছুটিতে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছতে চায়।"
ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ১৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা এই ভিডিও দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছে। অনেকেই নানা মন্তব্যও করছে। এক নেটিজেন লিখেছে, 'হাতিটি খুব মিষ্টি এবং একই সঙ্গে খুব ভীতিকর।'