Advertisement

দমদমে প্ল্যাটফর্মে বসেই রোজ দই-ভাত খাইয়ে দেন কুকুরটিকে, VIDEO VIRAL

ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের (Dum Dum Cantonment) প্ল্যাটফর্মে বসে একটি সারমেয়কে নিজের হাতে দইভাত খাইয়ে দিচ্ছেন এক মহিলা। সারমেয়টির নাম কুট্টুস। সেটিকে খাওয়াতে রোজ তিনবার স্টেশনে আসেন ওই মহিলা। 

সারমেয়টিকে খাওয়াচ্ছেন মহিলা (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)সারমেয়টিকে খাওয়াচ্ছেন মহিলা (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
Aajtak Bangla
  • দমদম ক্যান্টনমেন্ট,
  • 25 Apr 2022,
  • अपडेटेड 11:55 AM IST
  • প্রাণীপ্রেমীর ভিডিও ভাইরাল
  • সারমেয়কে রোজ নিজে হাতে খাওয়ান দইভাত
  • সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত মহিলা

প্রাণীপ্রেমীদের বহু ভিডিওই বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। এবার তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে ২৪ এপ্রিল ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখেছেন এবং লাইক ও শেয়ার করেছেন।

ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের (Dum Dum Cantonment) প্ল্যাটফর্মে বসে একটি সারমেয়কে নিজের হাতে দইভাত খাইয়ে দিচ্ছেন এক মহিলা। সারমেয়টির নাম কুট্টুস। সেটিকে খাওয়াতে রোজ তিনবার স্টেশনে আসেন ওই মহিলা। 

সারমেয়টির বয়স ৫ বছর বলে জানা যাচ্ছে। মহিলা জানাচ্ছেন, কুট্টুস দইভাত ছাড়া আর কিছু পছন্দ করে না। আর খাবার সময় গান চললে সে আরও খুশি হয়।

আরও পড়ুন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এই কাজের জন্য মহিলার প্রশংসাও করেছেন নেটিজেনরা। 


 

Read more!
Advertisement
Advertisement