Advertisement

গোটা ট্রেন বুক করে চলল দেদার পার্টি, Video Viral

ভিডিওতে দেখা যাচ্ছে গোটা ট্রেনটিতে ঘুরে সেটিকে দেখাচ্ছে অমিত। প্রথম স্টেশান আসে মানসরোবর। কিন্তু না দাঁড়িয়ে চলতে থাকে ট্রেননি। তারপরেই ট্রেনের মধ্যে শুরু হয় হইহুল্লোড়। সকলে মিলে ট্রেনের মেঝেতে বসে গেম খেলা শুরু করে। ট্রেন এক জায়গায় দাঁড়ায়। সেখানে সবাই টয়লেট সেরে নেয়। তারপর ফের ট্রেনে চড়ে সেখানেই খাওয়া দাওয়া করে তারা। খাওয়া দাওয়ার পর কয়েকজনকে বিশ্রাম নিতে আর কয়েকজনকে তাদের ওপরে খেলনা বন্দুক নিয়ে হামলা করতে দেখা যায়। 

ট্রেনের মধ্যে হৈ হুল্লোড়
Aajtak Bangla
  • জয়পুর,
  • 21 Mar 2022,
  • अपडेटेड 5:18 PM IST
  • গোটা মেট্রো বুক করে হৈ হুল্লোড়
  • রাত প্রায় ১টা পর্যন্ত চললো পার্টি
  • জয়পুর মেট্রোর ঘটনা

গোটা মেট্রো বুক করে বন্ধুদের নিয়ে পার্টি হে হুল্লোড় করল যুবক। নিজেদের মধ্যে গেমসও খেলল তারা। আর সেই ভিডিও আপলোড করা হল ইউটিউবে। ভিডিওটি 'Crazy XYZ' নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তাতে অমিত নামে এক যুবক জানাচ্ছে যে সে জয়পুর মেট্রোর একটি গোটা ট্রেন বুক করে নেয়। ওই ভিডিওতে প্রথমেই সফর শুরুর আগে ইন্টেরিয়ার ক্লিনিং শেডের ভিতরে ট্রেনটিকে সাফাই করতে দেখা যাচ্ছে। 

তারপর মেট্রোর কেবিনের ভিতরের দৃশ্যও দেখানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে বেশকিছু বোতাম। এরপর অমিত চালককে ট্রেনটি সামনে-পিছনে করে দেখাতে বলে। আর তেমনটা করাও হয়। রাত ১০টা নাগাদ একটি খালি প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেনটি। সেখানে বন্ধুদের নিয়ে ট্রেনে চড়ে অমিত। তারপরেই শুরু হয়ে যায় সফর। 

ভিডিওতে দেখা যাচ্ছে গোটা ট্রেনটিতে ঘুরে সেটিকে দেখাচ্ছে অমিত। প্রথম স্টেশান আসে মানসরোবর। কিন্তু না দাঁড়িয়ে চলতে থাকে ট্রেননি। তারপরেই ট্রেনের মধ্যে শুরু হয় হৈ হুল্লোড়। সকলে মিলে ট্রেনের মেঝেতে বসে গেম খেলা শুরু করে। ট্রেন এক জায়গায় দাঁড়ায়। সেখানে সবাই টয়লেট সেরে নেয়। তারপর ফের ট্রেনে চড়ে সেখানেই খাওয়া দাওয়া করে তারা। খাওয়া দাওয়ার পর কয়েকজনকে বিশ্রাম নিতে আর কয়েকজনকে তাদের ওপরে খেলনা বন্দুক নিয়ে হামলা করতে দেখা যায়। 

বেশ কিছুক্ষণ খেলনা বন্দুক নিয়ে তারা খেলা করে। তারপর শুরু হয় নাচ। আর সেই সময় একে অপরের ওপরে নকল নোট ওড়ায়। রাত প্রায় ১টা পর্যন্ত চলে এই হুল্লোড়। ভিডিওর শেষে অমিত বলে, আর মাত্র কিছুটা সফর বাকি। 

ভিডিওটিতে মজাদার কমেন্ট করছেন নেটিজেনরা। এক ইউজার লিখেছেন, XYZ এমন মনে করছে যেন ট্রেনটি তাদের বাবার। আরও একজন লিখেছেন, ক্রেজি আইডিয়া। অন্য একজন লিখেছেন, আপনারা ড্রোনের সাহায্য আকাশ থেকে টাকার বৃষ্টি করতে পারতেন। 

Advertisement

আরও পড়ুনবালিগঞ্জে BJP-আসানসোলে TMC জিতলেই রেকর্ড


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement