Advertisement

চাহালের মুখে পুষ্পার ডায়লগ, ভিডিও দেখে নেটিজেনরা যা বললেন...

ভারতীয় ক্রিকেটার যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাঁকে সিনেমার 'ঝুকেগা নেহি' ডায়লগটি বলতে শোনা গিয়েছে। আর শুধু তাই নয় ছবির নায়কের মতো অভিনয় করারও চেষ্টা করেছেন তিনি। 

পুষ্পার সংলাপ যুজবেন্দ্র চাহালের মুখেপুষ্পার সংলাপ যুজবেন্দ্র চাহালের মুখে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Feb 2022,
  • अपडेटेड 12:44 AM IST
  • পুষ্পা ছবির সংলাপ বললেন যুজবেন্দ্র চাহাল
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • বিবিধ কমেন্ট নেটিজেনদের

আল্লু অর্জুন অভিনীত পুষ্পা (Pushpa: The Rise) ছবি এখনও নেটিজেনদের কাছে হট ফেভারিট। ছবিতে অভিনেতার নাচ হোক বা গরমাগরম সংলাপ, সবই মন ছুঁয়েছে দর্শকদের। আবার অনেকেই এই নিয়ে রিল ও ভিডিও শেয়ার করছেন। তাঁদের মধ্যে রয়েছেন তারকারাও। এবার সেই তালিকায় ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও (Yuzvendra Chahal)। 

ভারতীয় ক্রিকেটার যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাঁকে সিনেমার 'ঝুকেগা নেহি' ডায়লগটি বলতে শোনা গিয়েছে। আর শুধু তাই নয় ছবির নায়কের মতো অভিনয় করারও চেষ্টা করেছেন তিনি। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার সঙ্গে সঙ্গেই দ্রুত ভাইরাল হয়ে যায়। সেটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। যুজবেন্দ্র চাহলের ভিডিওর প্রেক্ষিতে এক ইউজার লিখেছেন, 'ফির বল কৌন উঠায়েগা?'

আরও পড়ুন

ভিডিওটিকে (Video) কমেন্ট করেছেন ডেভিড ওয়ার্নারও। প্রসঙ্গত ডেভিড ওয়ার্নারও আগে পুষ্পার ক্লিপিং শেয়ার করেছেন। এছাড়া সুরেশ রায়না বা দ্য গ্রেট খালির মতো ব্যক্তিত্বকেও এই ধরনের ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement