মাত্র 6 মাসের ব্যবধানে ফের যমজ শিশুর মা হলেন এক মার্কিন মহিলা। ব্রিটনি আলবা নামে ওই মহিলা মাত্র ছয় মাসের ব্যবধানে দুবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই ধরনের প্রেগন্যান্সিকে চিকিৎসার পরিভাষায় বলা হয় MOMO TWINS. সারা বিশ্বে এই ধরনের প্রেগন্যান্সি খুবই বিরল এবং একইসঙ্গে খুবই ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে 60 হাজারের মধ্যে মাত্র 1টি ক্ষেত্রে এই ধরনের প্রেগন্যান্সি দেখতে পাওয়া যায়। এই ধরনের প্রেগন্যান্সি এতটাই ঝুঁকিপূর্ণ যে ডেলিভারির সময় নবজাতক ও মা উভয়েরই মৃত্যু পর্যন্ত হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে মৃত শিশুর জন্ম দেন মা। বারমিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের প্রেস রিলিজ অনুযায়ী, ব্রিটনি অ্যালবা নামে ওই মহিলা যমজ সন্তান জন্ম দেওয়ার ৬ মাসের মধ্যে বুঝতে পারেন তিনি ফের মা হতে চলেছেন। ব্রিটনি অ্যালবাকে অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের হাইরিস্ক অবস্টেরিক্স ইউনিটে ভর্তি করা হয়। তখন তিনি 25 সপ্তাহের প্রেগন্যান্ট। প্রায় ৫০ দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মোমো বার্থের ক্ষেত্রে ঝুঁকির কথা বিবেচনা করেই এতদিন তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শেষ পর্যন্ত সিজারিয়ান ডেলিভারি করে অ্যালবার যমজ সন্তানকে ভূমিষ্ঠ করেন ডাক্তাররা। উল্লেখ্য ব্রিটনির প্রথম যমজ সন্তানদের নাম লুকা ও লেভি। আপাতত মা ও নবজাতকরা সকলেই সুস্থ রয়েছেন।