কথায় আছে ভাগ্যে যদি মৃত্যু না থাকে, তাহলে শেষ পর্যন্ত মিরাকল ঘটে যায়। এটা শুধু মানুষ না, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও ঘটে। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল সিংহ একটি মহিষ শিকার করেছে। কিন্তু শিকার মারা যাওয়ার আগেই নিজেদের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। প্রথমে এক সিংহীর সঙ্গে আরেক সিংহীর লড়াই লাগে। তারপরই তা সবার মধ্যে ছড়াই। সেই সময় তারা শিকারকে ছেড়ে লড়তে থাকে। সেই তালে মহিষ ধীরে ধীরে উঠে নিরাপদ আশ্রয়ে চলে যায়। দেখুন ভিডিও।