বহুবার সরকারি দরবারে গিয়ে কড়া নেড়েছেন, কিন্তু উপর মহলে সেই আওয়াজ পৌঁছয়নি। খালি হাতেই ফিরতে হয়েছে প্রতিবার। সরকারের চোখ খোলাতে তাই চরম রাস্তা বেছে নিলেন ব্য়ক্তি। এতদিনের সব লিখিত অভিযোগ গায়ে জড়িয়ে জেলাশাসকেরঅফিসের বাইরে গড়াগড়ি খেলেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়েছে। আর এই ভিডিওটি মধ্যপ্রদেশের কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে।