অন্য ঠিকানা দিতে গিয়ে বাড়ির ঠিকানায় ভুল করে কন্ডোম অর্ডার। ভাবতে পারছেন কী অবস্থা। আর সেই অর্ডার রিসিভ করে প্যাকেট খুলতেই একেবারে থ। ছেলের কাণ্ডকারখানা ফাঁস হয়ে যাওয়ায় রীতিমতো চটে লাল ওই গ্রাহকের মা। আজকাল ডিজিটাল যুগে সবকিছুই হাতের মুঠোয়। কোনো কিছু কেনার জন্য আজ আর বাড়ি থেকে বেড়তে হয়না। অনলাইনে খাওয়ার থেকে জামা-কাপড় সবকিছুই আমরা অর্ডার করে থাকি। কিন্তু এক যুবক বাড়িতে কন্ডোম অর্ডার করে চরম বিপাকে পড়লেন। জানা গিয়েছে ওই গ্রাহক অনলাইনে প্রায়ই নানা জিনিসপত্র অর্ডার করে থাকেন। সেইরকমই এক অনলাইন অ্যাপ থেকে কন্ডম কিনেছিলেন। যে ঠিকানায় ডেলিভারি হবে সেই ঠিকানা দিতে করে বাড়ির ঠিকানা দিয়ে বসেন। ব্যাস তাতেই কেল্লা ফতে। ভুলবশত ডেলিভারি ঠিকানা দিয়ে দেওয়ায় যে কী কাণ্ডটাই না হতে পারে সেটা গুণাক্ষরেও টের পাননি ওই যুবক।