ডাল লেকের নিস্তব্ধ পরিবেশে বাজছে কাশ্মীরি বাজনা। আর মুগ্ধ হয়ে শুনছেন সচিন। ভিডিওটি শেয়ার করেছেন সচিন নিজেই। লিখেছেন আমাদের দেশে প্রতিভা সর্বত্র। আর গানের সুরটি বাজছে জামাল কুদু।