যাঁরা নিত্যদিনই ডেলি প্যাসেঞ্জারি করেন তাঁরা বেশিরভাগই লোকাল ট্রেনেই যাতাযাত করেন। আর প্রায় দিনই লাইনে নানা সমস্যাও লেগেই থাকে। বুধবার প্যাসেঞ্জার নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল লোকাল ট্রেন। কিছুটা দূর যেতে না যেতেই হঠাৎ করে থেমকে যায় রেলের চাকা। আর ট্রেন থামতেই কী হল এই ভেবে যাত্রীদের মধ্যে কৌতুহল তৈরি হয়, তাহলে কী সিগন্যালের সমস্যা। কিছুক্ষণ পরে জানা যায় যে সিগন্যাল ঠিকই আছে। সমস্যা রয়েছে লাইনে। মানে রেল ট্র্যাকে আটকে পড়ল সাপ বাবাজি। হ্যাঁ, রেল লাইন দিয়ে সেও নিজের গন্তব্যের দিকেই যাচ্ছিল। তাঁর তো আর যাওয়ার জন্য ট্রেন, বাস নেই। তাঁকে কষ্ট করে নিজের বুকে ভর করেই যেতে হয়। কিন্তু যেতে যেতে হঠাৎ করে রেল লাইনে আটকে পড়ে সে। সাপের এতই তেজ যে ভয়ে দূরে দাঁড়িয়ে পড়ে ট্রেন। কাছে গেলে যদি ছোবল মারে, হয়তো সেই ভয়েই। তবে স্টেশনে থাকা যাত্রীরা তা দেখতে পায়। এরপরেই তাঁকে প্রাণে বাঁচাতে চলে চেষ্টা।