নদিয়ার কৃষ্ণনগর পালপাড়া মোড়ের কাছে একটি মোটরসাইকেল শোরুমে বন্ধুদের নিয়ে হাজির নদিয়ার ভীমপুর গোবরাপোতা মাছ বাজার এলাকায় বসবাসকারী যুবক রাকেশ পাঁড়ে। পছন্দমত স্কুটির দাম ৭০,০০০ টাকা যা সম্পূর্ণ খুচরো কয়েনে দিতে চায় ওই যুবক। শেষমেষ রাজি হয়েছিলেন দোকানের মালিক। এরপরে সেই কয়েন ফ্লোরের মেঝেতে ঢেলে গুনে টাকার অঙ্ক বুঝে নিতে শোরুমের বেশ কয়েকজন কর্মীদের গলদঘর্ম অবস্থা।