হঠাৎ দেখলে মনে হবে যেন টর্নেডো ধেয়ে আসছে। একটা নয় বেশ কয়েকটি টর্নেডো তৈরি হয়েছে। ভাল করে দেখলে বোঝা যায় এ যে মশা। একসঙ্গে এত মশা। টর্নেডোর আকারে পাক খাচ্ছে এদিক ওদিক। ওদের মধ্যে পড়লে যে কী হবে। সেই আতঙ্কে রয়েছে বাসিন্দারা। হঠাৎ কেন এত মশা। কেশবনগর এবং খারাডি গাভথান এলাকার আকাশে উপর এই মশার ঝাঁক। মুলা মুথা নদীর জল উচ্চতা বৃদ্ধির কারণে এই মশার বংশ বৃদ্ধি পেয়েছে।