একবার-দুবার নয়, টানা 14 বার কোটি কোটি টাকার লটারি জিতেছেন এক ব্যক্তি। আর লটারি জয়ের সিক্রেট কী বা তার জন্য কি ফর্মুলা রয়েছে তার পর্দা ফাঁস করলেন তিনি। অনেকেরই স্বপ্ন থাকে, একবার লটারি জিতবেন। সেই আশায় বহু মানুষ বারবার লটারি টিকিটও কাটেন। তেমন স্বপ্ন দেখতেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। সেই ব্যক্তি লটারি জেতার পর যা করলেন, তাতে কিন্তু চমকে গিয়েছে গোটা বিশ্বকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক ব্যক্তি এক বার, দুবার নয়, টানা 14 বার বড় অঙ্কের লটারি জিতেছেন। তাও আবার 'সিক্রেট ফর্মুলা' ব্যবহার করে। যিনি এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন তার নাম স্টেফেন ম্যান্ডেল। তিনি একজন গণিতজ্ঞ। যার অস্ট্রেলিয়ার বাসিন্দা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে, তিনি লটারি কেনার সময় হিসাব কষে নিতেন। আর সেই হিসাব সবসময় ঠিক হয়েছে বলে জানান তিনি। তবে সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে কোনো ছোট খাটো টাকা জেতেননি। একাধিক বড় অঙ্কের লটারি জিতেছেন। সালটা 1960। যে সময় তিনি প্রথম লটারির টিকিট কাটেন। সেই সময় তিনি একটি জায়গায় চাকরি করতেন। চাকরি সূত্রে তাকে বিভিন্ন জায়গায় যেতেও হয়েছে। তিনি রোমানিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকে লটারি কিনতে শুরু করেন এবং প্রত্যেকবার জিতেছেন। তাঁর এই জয়ে বিরক্ত হয়ে গিয়েছিল লটারি বিক্রেতারা। তারাও অবাক হয়ে যান কীভাবে এটা সম্ভব। তাঁকে আঁটকানোর জন্য কম চেষ্টা হয়নি। একজনের কাছ থেকে তিনি সব লটারির টিকিট তিনি কিনতে পারবেন, সেই হুইপও জারি করা হয়ে। তবে লাভের লাভ কিছুই হয়নি। স্টেফেন অস্ট্রেলিয়াতে পরপর 12টি লটারি জেতে। এররপর তাঁর জন্য আরও কড়াকড়ি করা হয় নিয়ম। তবে তার এই টিকিট জেতার পিছনে যে কী হিসাবনিকেশ ছিল তা থেকে গিয়েছে সকলের আড়ালে। তার কাছ থেকে এই সিক্রেট ফর্মুলা জানার চেষ্টা অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কাউকেউ তা বলেননি।