ভিডিওতে দেখা যায়, মেট্রো রেলের কামরায় দুই মহিলা যাত্রী এক সঙ্গে যাচ্ছেন। একজন হিন্দিভাষী, অন্যজন বাংলা। হিন্দিভাষী মহিলা চাইছেন বাংলাভাষী মহিলাও হিন্দিতে কথা বলবেন। ভাবতে পারেন। আসলে এই সমস্যা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। তাঁর যুক্তি, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ আর যেহুতু ভারতের জাতীয় ভাষা হিন্দি, তাই মহিলারও উচিত বাংলার পরিবর্তে হিন্দিতে কথা বলা। তাঁর কথায়, 'আপনি ভারতে আছেন, বাংলাদেশে নয়। পশ্চিমবঙ্গ ভারতের অংশ। আপনি যদি বাংলা জানেন, তাহলে হিন্দি নয় কেন?”