জুন মাস থেকে টানা বৃষ্টির পর আপাতত বিরতিতে রয়েছে উত্তরবঙ্গ। শেষ কয়েকদিনে ছিঁটেফোঁটা জলও শুকিয়ে গিয়েছে উত্তরের মাঠঘাট থেকে। ক্রমশ বাড়ছে উত্তাপ।
বৃষ্টির পরিমাণ কমবে বলেই গত কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। ভাদ্রমাস দোরগোরায় তবে এখনও শরতের আকাশের দেখা মেলেনি।
ফলে গরমও খানিকটি বেড়েছে তাপমাত্রা বাড়ার ফলশ্রুতি হিসেবে। তবে তাপমাত্রা যতটা না বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে অস্বস্তি সর্বত্র। শুক্রবারও দিনভর ঘামে জবজবে হয়েই কাটাতে হয়েছে।
এরই মধ্যে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই বার্তা পেয়েই ফের খুশিতে নেচে উঠেছে উত্তরবঙ্গবাসী।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট শনিবার সকালের উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে?
তবে সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ভারী বৃষ্টি কোথায়?
হাওয়া অফিস বলছে শনিবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বাতাসের বেগও থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার শুরু হলে রবিবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলেই অনুমান করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকাতেও বৃষ্টি হবে।
তবে আপাতত দিনের তাপমাত্রার হেরফের হওয়ারও কোনও সম্ভাবনা নেই। রাতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে যতক্ষণ না পর্যন্ত বাতাস থেকে জলীয় বাষ্প কমছে ততদিন গুমোটভাব যাবে না।