Advertisement

শিক্ষা-দীক্ষা

Digha GK: দিঘার ওপারে কী আছে? পুরো নামটাই বা কী? ৯৯% মানুষের অজানা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2025,
  • Updated 6:39 PM IST
  • 1/5

ছুটি পেলেই দিঘা, পুরী, দার্জিলিং ঘোরাঘুরি বাঙালির বাঁধা। দিন দুই-তিনেক ছুটি পেলেই বেরিয়ে পড়ে দিপুদা'র উদ্দেশ্যে। এর মধ্যে একটি হল দিঘা। রাজ্যের মধ্যে মাত্র কয়েক ঘণ্টায় পৌঁছে যাওয়া যায় দিঘা। এই দিঘা নিয়ে অনেক জানা অজানা তথ্য আছে। যা অনেকেরই অজানা।
 

  • 2/5

অনেকেরই জানা নেই, দিঘার অপর প্রান্তে কী রয়েছে। দিঘার পূর্বে একটি ভিন্ন নামও ছিল। তা না জানলে জেনে রাখুন। জেনারেল নলেজ ভালো না হলে চাকরির পরীক্ষাতে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
 

  • 3/5

এর মধ্য়ে একটি প্রশ্ন হল দিঘার ওপারে কি রয়েছে?
বঙ্গোপসাগর লাগোয়া দিঘার ওপারে অন্য কিছু নয় রয়েছে একটি মহাদেশ। সেটি হল আন্টার্টিকা মহাদেশ। জেনে অবাক হলেন তো? দিঘার সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর মিশেছে ভারত মহাসাগরে। এরপর রয়েছে শুধুই জল। এর বিপরীত একমাত্র স্থলভাগ হল আন্টার্টিকা।

  • 4/5

দিঘার পূর্ব নাম কী?
অষ্টাদশ শতাব্দীতে বাংলা-বিহার-উড়িষ্যার মসনদে মীরকাশিমকে নবাব হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু নবাবের সাম্রাজ্যের 'চাকলা মেদিনীপুর'-র দায়ভার যায় ইস্ট ইন্ডিয়ার হাতে। এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল 'বীরকুল পরগণা' নামে একটি অঞ্চল। জানা যায় সেসময় ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন এই বীরকুল এলাকা। এলাকার আবহাওয়া তাঁকে মোহিত করে। এরপর তিনি এই এলাকার নাম দেন 'প্রাচ্যের ব্রাইটন'। 
 

  • 5/5

এই প্রশ্নগুলি কঠিন নয়। অনেক সহজ প্রশ্নের উত্তর আমাদের জানা থাকে না। সাধারণ জ্ঞানের পাশাপাশি এগুলি জেনে রাখাও জরুরি। তাই এমন কিছু প্রশ্নের উত্তর জেনে রাখা জরুরি।
 

Advertisement
Advertisement