Advertisement

উত্তরবঙ্গ

ফুটবলার, চা-শ্রমিক থেকে মন্ত্রী জন বার্লা, রইল তাঁর রাজনৈতিক সফরের চালচিত্র

Aajtak Bangla
  • কলকাতা ও আলিপুরদুয়ার ,
  • 10 Jul 2021,
  • Updated 2:07 PM IST
  • 1/8

সম্প্রতি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তাঁকে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একনজরে দেখে নেব তাঁর এ'পর্যন্ত রাজনৈতিক সফর- 
 

  • 2/8

১৯৭৫ সালে জলপাইগুড়ির লক্ষ্মীপাড়াতে জন্ম জন বার্লার। তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন। 
 

  • 3/8

ছোটো থেকেই খেলাধুলোর শখ ছিল বার্লার। তিনি ভালো ফুটবল খেলতেন। উত্তরবঙ্গে ফুটবলার হিসাবে তাঁর সুনামও ছিল। 

  • 4/8

কর্মজীবন শুরু করেন চা-বাগানের শ্রমিক হিসেবে। লক্ষ্মীপাড়া চা বাগানে শ্রমিকের কাজ করতেন তিনি। করেছেন গাড়ির খালাসির কাজও। 

  • 5/8

গোর্খাল্যান্ড আন্দোলনের বিরোধিতার জন্য খবরের শিরোনামে এসেছিলেন বার্লা। সালটা ২০০৭। এছাড়াও চা-বাগানের শ্রমিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করেছেন। জোটবদ্ধ করেছেন শ্রমিকদের। এভাবেই রাজনীতিচর মূল স্রোতে প্রবেশ করেন তিনি। তারপর যোগ দেন BJP-তে। 

  • 6/8

২০১৬ সালে প্রথমবার তিনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে BJP-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে  হেরে যান। এরপর ২০১৯ সালে তিনি আলিপুরদুয়ার থেকে লোকসভা ভোটে দাঁড়ান ও জয়লাভ করেন।

  • 7/8

২০২১-এর বিধানসভা ভোটে গেরুয়া শিবির আলিপুরদুয়ার জেলায় সবকটি আসন জেতে। যার নেপথ্য কারিগর বলে জন বার্লাকেই মনে করা হয়। 
 

  • 8/8

মন্ত্রিত্ব পাওয়ার কিছুদিন আগে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছিলেন জন বার্লা।

Advertisement
Advertisement