সোমবার সকাল দিনভর মেঘলা আকাশ ছিল উত্তরের বিভিন্ন জায়গায়। ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। কিন্তু তা ধারাপাতে পরিণত হয়নি।
পরে বেলা বাড়তেই রোদ চড়া হয়েছে। তবে আবহাওয়া রোদের সঙ্গে শুষ্ক হওয়ার পরিবর্তে আর্দ্রতা বেড়েছে। ফলে অস্বস্তিকর পরিবেশ দিনভর ভুগিয়েছে উত্তরবঙ্গবাসীকে।
উত্তরবঙ্গে বৃষ্টি কমবে আবহাওয়ার পূর্বাভাসে বলাই ছিল গত কয়েকদিন ধরে। তবু বঙ্গোপসাগরে নিম্নচাপে কিছুটা প্রভাব উত্তরেও আসবে তা আশা করছিলেন অনেকেই। যদিও এখনও তার কোনও প্রমাণ মেলেনি।
কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া? সোমবার বৃষ্টি না হলেও একেবারে নিরাশ করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মঙ্গলবার থেকে কিছুটা আশা দিচ্ছেন তাঁরা।
সোমবার দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ অগাস্ট বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আর বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
পাশাপাশি খাতায় কলমে আগামী কয়েকদিন তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি অস্বস্তি থাকবে।
পাহাড়ে বৃষ্টির সম্ভাবনাও নেই, ধস সতর্কতাও থাকছে না। তবে পাহাড়ে মনোরম আবহাওয়া থাকবে। পর্যটকদের জন্য ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা ও সাইট সিন দেখার প্রতিশ্রুতি মিলছে।