অস্মিত সিং সালুজা -র স্মৃতির উদ্দেশ্যে, নিস্কাম খালসা সেবা ফাউন্ডেশন -র উদ্যোগে কোভিড পেশেন্টদের জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স এবং অক্সিজেন পরিষেবার সূচনা করলেন শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ।
কিছুদিন আগে শহরের পরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান ও খালসা ফাউন্ডেশনের সদস্য অস্মিত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শহরে।
এরপরই তাঁর স্মৃতিতে সমাজসেবামূলক কিছু উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন সংগঠনের সদস্যরা।
এই মুহূর্তে সবচেয়ে বেশি সেবা দরকার করোনা আক্রান্তদের। অন্যদিকে অস্মিত নিজেও করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ফলে তাঁরা করোনা সেবাতেই নিজেদের নিয়োজিত করবেন বলে স্থির করেন। শিলিগুড়িতে এই মুহূর্তে করোনা আক্রান্তদের সংখ্য়া বাড়ছে।
পাল্লা দিয়ে বাড়ছে অ্য়াম্বুল্যান্স ও অক্সিজেনের চাহিদা। তাই তাঁরা স্থির করেন অক্সিজন যুক্ত অ্যাম্বুল্যান্স তাঁরা করোনা রোগীর সেবায় চালু করবেন।
সোমবার থেকেই ওই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পরিষেবার সূচনা করতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে ডাকা হয়েছিল।
গৌতমবাবু জানান, এই মুহূর্তে সবচেয়ে জরুরি পরিষেবা সময় মতো চিকিৎসা পরিষেবা। হাসপাতালে পরিকাঠামো রয়েছে।
কিন্তু সময়মতো রোগী পৌঁছনো দরকার। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজ করছে। খালসা ফাউন্ডেশনের তরফেও ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।