Advertisement

উত্তরবঙ্গ

Snowfall Forecast In Darjeeling: সান্দাকফু-টাইগার হিলে স্নো-ফলের পূর্বাভাস, কনকনে ঠান্ডা উত্তরে

Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 16 Dec 2022,
  • Updated 11:06 AM IST
  • 1/10

অবশেষে তাপমাত্রা নামল উত্তরবঙ্গে। শুক্রবার ভোর থেকেই প্রায় গড় তাপমাত্রা ২ ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে সব জায়গাতেই। কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলাই।

  • 2/10

সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার। দুই দিনাজপুর ও মালদাতেও একই ছবি। আচমকা ঠান্ডা বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন।
 

  • 3/10

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তুষারপাত শুরু হয়েছিল দার্জিলিং পাহাড়ে। এবার ফের পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ক্ষীণ হলেও সম্ভাবনা দেখা দিয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু পাহাড়ে মরশুমের প্রথম বরফ পড়ার।

  • 4/10

সিকিমের উচ্চ অক্ষাংশেও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ঝঞ্ঝার প্রভাবে সমতলের জেলাগুলিতেও কুয়াশার দাপট বাড়বে বলেও ইঙ্গিত আবহাওয়া দফতরের। শীতও বাড়বে আগামী কয়েকদিনে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • 5/10

বুধবার থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। 

  • 6/10

তার সঙ্গেই উঁচু এলাকাগুলিতে বরফ পড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। এ দিন থেকেই উত্তরবঙ্গের পাহাড় এবং পাদদেশ সংলগ্ন এলাকায় ঝঞ্ঝার প্রভাবে বাড়তে শুরু করেছে মেঘের আনাগোনা। 

  • 7/10

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের কিছু অংশ এবং সিকিমের উপর দিয়ে ঝঞ্ঝা শুরু হয়েছে।  যার ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিও হতে পারে, কুয়াশাও থাকতে পারে। 

  • 8/10

টাইগার হিলের মতো এলাকায় তুষারপাত হলেও হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে ইঙ্গিত। পাশাপাশি সান্দাকফুতে মরশুমের প্রথম বরফ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

  • 9/10

তবে এ দিন থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রোদের অনুপস্থিতিতে মেঘলা ছিল সারাদিন। দিনের তাপমাত্রা নামতে শুরু করেছে। রাতে কুয়াশার জন্য রাতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে সব জেলাতেই।

 

  • 10/10

আগামী কয়েকদিন পর থেকে দিনে-রাতে তাপমাত্রা আরও নামবে বলে ইঙ্গিত দিয়েছেন দফতরের আধিকারিকরা। মঙ্গলবার রাত থেকে গৌড়বঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট শুরু হয়েছে বলে খবর।

Advertisement
Advertisement