Advertisement

Ball Bomb Explosion At Dalkhola: বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ, ডালখোলায় গুরুতর জখম ৩ শিশু

Ball Bomb Explosion At Dalkhola: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম তিন শিশু। বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পাতনোর বেলবাড়ির ঘটনা। পুলিশ তদন্তে নেমে এখনও কোনও সূত্র হাতে পায়নি। জখমদের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ, ডালখোলায় গুরুতর জখম তিন শিশু
Aajtak Bangla
  • ডালখোলা,
  • 19 Jan 2023,
  • अपडेटेड 8:34 AM IST
  • বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ
  • ডালখোলায় গুরুতর জখম তিন শিশু
  • তদন্তে নেমেছে উত্তর দিনাজপুর পুলিশ

Ball Bomb Explosion At Dalkhola: পড়ে থাকা বোমাকে বল ভেবেছিল ওরা। প্রান্তিক পরিবারের তিন শিশু বল ভেবে কুড়িয়ে নিতেই আচমকা বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই কচি কচি শরীরগুলি ঝলসে গেল। উত্তর দিনাজপুরের ডালখোলার ঘটনা। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া। পুলিশ এলাকা ঘিরে ফেলেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুগুলি। তবে বোমার শক্তি তেমন বেশি ছিল না বলে তারা বেঁচে যেতেও পারে বলে মনে করা হচ্ছে চিকিৎসক ও পুলিশের তরফ থেকে। এই ঘটনা প্রসঙ্গে ইসলামপুর জেলা পুলিশ সুপার বি সরকার বলেন, ‘‘জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোমের কোনও কিছুই দেখা যায়নি এখনও পর্যন্ত।’’

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম তিন শিশু। বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পাতনোর বেলবাড়ির ঘটনা। গুরুতর জখম অবস্থায় তিন শিশু রবি ঋষি (১২), বিকাশ ঋষি (৮) ও সোনু ঋষি (৭)-কে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার হয়নি বলেই খবর পুলিশ সূত্রে।

স্থানীয় সূত্রে খবর, বাঁশঝাড়ের পাশে একটি মাঠের ধারে খেলছিল তিন বালক। সে সময় জঞ্জালের মধ্যে একটি ছোট প্লাস্টিকের বলের মতো কিছু পড়ে থাকতে দেখে তারা। সেটিকে বল ভেবে খেলা শুরু করতেই বিস্ফোরণ ঘটে বলে দাবি স্থানীয়দের। জখম শিশুদের এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঠের পাশে বোমা পড়েছিল। সেটিকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। জোরে আওয়াজ শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত ও জখম তিন শিশুকে উদ্ধার করে প্রথমে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement