জিটিএ নির্বাচন নিয়েয় বড় চমক দিল তৃণমূল। জিটিএ নির্বাচনে তৃণমূল প্রার্থী বিনয় তামাং (Binay Tamang)। রবিবার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পর ১০ জনের নামের তালিকা ঘোষণা করেছেন পাহাড়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হল বিনয় তামাংয়ের নাম ঘোষণা। অর্থাৎ গোর্থা জনমুক্তি মোর্চার এই প্রাক্তন নেতা এবার লড়বেন ঘাসফুলের টিকিটে।
তৃণমূল জিটিএ নির্বাচনে একা লড়বে বলেই এদিন জানান অরূপ বিশ্বাস। তবে সমমনোভাবাপন্ন দলগুলির প্রতি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বার্তাও দিয়েছেন তৃণমূলের পাহাড়ের পর্যবেক্ষক। তিনি বলেন, পুর নির্বাচনের মতোই জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ১০টিতে লড়বে তৃণমূল। একইসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও তৃণমূল কড়া টক্কর দেবে বলে জানান অরূপ বিশ্বাস।
এদিকে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে অনশনে বসে অসুস্থ গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং (Bimal Gurung)। একটানা ১০৩ ঘণ্টা অনশন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। যার জেরে তড়িঘড়ি দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে বিমল গুরুংয়ের।
দিন কয়েক আগেই জিটিএ নির্বাচন (GTA Election 2022) ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন হতে চলেছে জিটিএ নির্বাচন। ফলাফল ২৯ জুন। সেই নির্বাচনেরই বিরোধিতা করেন বিমল গুরুং। প্রতিবাদে আমরণ অনশনেও বসেন তিনি। কিন্তু তৃতীয় দিনেই অসুস্থ হয়ে পড়েন গুরুং। তারপরেও চালিয়ে গিয়েছেন অনশন। কিন্তু রবিবার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এদিকে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। চিঠিতে জিটিএ নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে মোর্চার তরফে।
আরও পড়ুন - "এখনও জোকার-সুলভ কথা বলছে", দিলীপকে পালটা বাবুলের