Advertisement

'উত্তরবঙ্গে বিজেপির লক্ষ্য হাফ সেঞ্চুরি', টার্গেট দিলেন রত্নাকর

লোকসভা নির্বাচনের পর আসন্ন বিধানসভা (West Bengal Election 2021) নির্বাচনেও উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। আর সেই জন্য ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের (North Bengal) মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপির (BJP) লক্ষ ৫০টি আসন। এবার সেই লক্ষ্যেই দলের নেতা কর্মীদের ঝাঁপানোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রত্নাকর পাণ্ডে। শুক্রবার শিলিগুড়ির বর্ধমান রোডের একটি ভবনে উত্তরবঙ্গের সমস্ত সাংসদ ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন রত্নাকর। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার দিল্লি ফিরে বৈঠকের বিস্তারিত রিপোর্ট বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং শীর্ষ নেতা অমিত শাহকে দেবেন তিনি।  

বিজেপির বৈঠক
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 27 Nov 2020,
  • अपडेटेड 11:55 PM IST
  • 'উত্তরবঙ্গে বিজেপির টার্গেট ৫০ আসন'
  • নেতাদের লক্ষ্যমাত্রা দিলেন রত্নাকর পাণ্ডে
  • বৈঠকের রিপোর্ট দেবেন দিল্লিতে


লোকসভা নির্বাচনের পর আসন্ন বিধানসভা (West Bengal Election 2021) নির্বাচনেও উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। আর সেই জন্য ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের (North Bengal) মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপির (BJP) লক্ষ ৫০টি আসন। এবার সেই লক্ষ্যেই দলের নেতা কর্মীদের ঝাঁপানোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রত্নাকর পাণ্ডে। শুক্রবার শিলিগুড়ির বর্ধমান রোডের একটি ভবনে উত্তরবঙ্গের সমস্ত সাংসদ ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন রত্নাকর। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার দিল্লি ফিরে বৈঠকের বিস্তারিত রিপোর্ট বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং শীর্ষ নেতা অমিত শাহকে দেবেন তিনি।  

রত্নাকর পাণ্ডে ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির আরও এক কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, উত্তরবঙ্গ জোনের কো কনভেনার তথা সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। সূত্রের খবর, এদিনের বৈঠকে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল সহ বেশ কিছু পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষন ও আলোচনা হয়। তারপরেই সিদ্ধান্ত হয়, উত্তরবঙ্গে মোট ৫৪টি আসেনর মধ্যে ৫০টি জয়ের লক্ষ্যে লড়াই করবে বিজেপি। সেই মতো দলের নেতা কর্মীদের নির্দেশও দেওয়া হয়। প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যকে ৫টি জোনে ভাগ করেছে বিজেপি। তার মধ্যে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ দ্বিবেদিকে। 

বিহারের পর ইতিমধ্যেই মিশন বাংলা লক্ষ্য নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচনের ফল অনুসারে এবারেও উত্তরবঙ্গ ও জঙ্গলমহল তথা আদিবাসী ভোটব্যাঙ্ককে আরও বেশি করে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দাবি করেছেন নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে জয় লাভ করবে বিজেপি। এমনকি বাংলা জয়ের লক্ষ্যে দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও রাজ্যে এসে ঘুরে গিয়েছেন উত্তরবঙ্গ। এখন দেখার উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে ভিত্তি করে বিজেপির বঙ্গ জয়ের স্ট্র্যাটেজি বাস্তবে কতটা সফলতা পায়।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement