Advertisement

উত্তরবঙ্গে শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৯

উত্তরবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৯। যা আগের দিন ছিল ১৩।সংক্রমিতে সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০০ জন। অন্যদিকে শেষদিনে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৫৬ জন। ফলে আক্রান্ত এবং সংখ্যায় ভারসাম্য বজায় রয়েছে বলেই কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাইল ছবি
সংগ্রাম সিংহরায়
  • উত্তরবঙ্গ,
  • 28 May 2021,
  • अपडेटेड 11:59 AM IST
  • ২৪ ঘন্টায় মৃত ১৯
  • সুস্থ ও আক্রান্তের মধ্যে ভারসাম্য
  • বিভিন্ন জায়গায় টিকা নিয়ে বিভ্রান্তি

উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি স্থিতিশীল

শেষ ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে করোনা মৃত্যুর সংখ্যা সামান্য বাড়লেও তা কুড়ির নীচেই থাকলো। ফলে তা অস্বস্তিজনক পর্যায়ে যায়নি বলেই মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

করোনা রিপোর্টে ঘুরে দাঁড়ানোর আশা

উত্তরবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৯। যা আগের দিন ছিল ১৩।সংক্রমিতে সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০০ জন। অন্যদিকে শেষদিনে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৫৬ জন। ফলে আক্রান্ত এবং সংখ্যায় ভারসাম্য বজায় রয়েছে বলেই কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।

কোথায় কত মৃত্যু

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন রায়গঞ্জের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। বাকি ৫ জন জলপাইগুড়িতে মারা গিয়েছেন।

আক্রান্তের পরিসংখ্যান

এ দিন উত্তরবঙ্গের আটটি জেলায় করোনা সংক্রমিতদের মধ্যে আলিপুরদুয়ারের ১৩৮ জন, কোচবিহারে ২৮৩ জন, দার্জিলিংয়ের ৪৫৩ জন, কালিম্পং এর ১৫২ জন, জলপাইগুড়ির ৬৮২ জন, উত্তর দিনাজপুরের ২৬১ জন, দক্ষিণ দিনাজপুরের ১১৬ জন ও মালদার ১১৫ জন বাসিন্দা রয়েছেন।

সুস্থতার খতিয়ান

অন্যদিকে সুস্থদের মধ্যে ১৬৬ জন আলিপুরদুয়ার, ২১১ জন কোচবিহার, ৪১২ জন দার্জিলিং, ৬১ জন কালিম্পং, ৪২৯ জন জলপাইগুড়ি ২০২ জন উত্তর দিনাজপুর, ১৫৯ জন দক্ষিণ দিনাজপুর এবং ২১৬ জন মালদার বাসিন্দা।

বালুরঘাটে টিকা নিয়ে গোলমাল

এদিকে বালুরঘাটে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিংবা মহকুমাশাসকের স্বাক্ষর ছাড়া ক্লাব ও সংস্থার তালিকাভুক্তদের টিকা দিতে আপত্তি জানায় স্বাস্থ্যকর্মীরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায় বালুরঘাটের মঙ্গলপুর এলাকার পুর স্বাস্থ্যকেন্দ্রে।

করোনা মোকাবিলার প্রতিশ্রুতি জলপাইগুড়ির বিধায়কের

অন্যদিকে করোনার কারণে প্রায় দেড় মাস গৃহবন্দি থাকার পর শপথ নিতে কলকাতা ছুটলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা। শপথ নিয়েই শহরে ফিরে করোনা মোকাবিলায় পথে নামলেন বলে জানিয়ে দিয়েছেন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement