সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম। যার জেরে মৃদু ভূমিকম্প অনুভূত হয় এরাজ্যের একাধিক জেলায়। বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের উপকেন্দ্র গুয়াহাটি থেকে ৯৬ কিলোমিটার উত্তরপূর্বে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪।
ভূমিকম্পের উত্সস্থল অসমের শোণিতপুর। ভূপৃষ্ঠের ২১ দশমিক ৪ কিলোমিটার নিচে। এর জেরে অসমের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। দ্বিতীয় কম্পনের মাত্রা আরও বেশি। সকাল ৭.৫৪ থেকে ৭.৫৮ টার মধ্যে এই কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
ভূমিকম্প নিয়ে একাধিক ট্যুইট করেন হিমন্ত বিশ্বশর্মা।
অসমের এই কম্পনের জেরে মৃদু ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেখানে ৭টা ৫৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে কম্পন অনুভূত হয়।
সাতসকালে এই কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। দেখা যায়, ঘরের মধ্যে ফ্যান কাঁপছে। তবে বাংলায় কম্পনের মাত্রা কত ছিল তা জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
মুর্শিদাবাদের এক বাসিন্দা জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়। এই নিয়ে তাঁরা আতঙ্কিত। ভয়ে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এখনও বাইরেই আছেন।