Advertisement

না বলে আম পাড়ায় পিটিয়ে খুন আট বছরের বালককে বুনিয়াদপুরে চাঞ্চল্য

গাছ থেকে না বলে আম পাড়ায় ৮ বছরের শিশুকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই অমানবিক ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের মানুষ। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন এলাকার বাসিন্দারা।

ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 04 Jun 2021,
  • अपडेटेड 2:29 PM IST
  • আম পাড়াতেই বিপত্তি
  • পিটিয়ে খুন আট বছরের বালককে
  • কড়া শাস্তি দাবি এলাকাবাসীর

গাছ থেকে না বলে আম পাড়ায় ৮ বছরের শিশুকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই অমানবিক ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের মানুষ। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন এলাকার বাসিন্দারা।

মৃত শিশুর পরিচয়

আমপাড়াকে কেন্দ্র করে  আম বাগানের মালিকের মারে মৃত্যু হল ৮ বছরের শিশুর। মৃত শিশুর নাম আসাদুর রহমান। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলকুড়িয়া এলাকায়। মৃত আসাদুর স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

ঘটনার বিবরণ

জানা গিয়েছে, বুনিয়াদপুরের বেলকুড়িয়া এলাকার একটি আম বাগানে এদিন সাত -আট বছরের তিন বন্ধু খেলাচ্ছলেই আম পাড়তে যায়। আসাদুর ছাড়াও সাত বছরের দিলসাদ হোসেন ও আট বছরের সিদ্দিকুল্লা রহমান সঙ্গে ছিল। তারা গাছে না উঠে নীচ থেকেই ঢিল ছুঁড়ে আম পাড়তে চেষ্টা করে। কয়েকবার ঢিল ছোঁড়ার পর একটি আমও পাড়ে। সে সময় আম গাছের মালিক মোক্তারুল ইসলাম টের পেয়ে চলে আসে। দিলসাদ হোসেন ও সিদ্দিকুল্লা রহমান পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় আট বছরের আসাদুর।

আসাদুরকে মারধর গাছের মালিকের

অভিযোগ, আম পাড়ার অভিযোগে আসাদুরকে মারধর করে আম বাগান মালিক মোক্তারুল ইসলাম। মারের চোটে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আসাদুর। খবর জানাজানি হতেই আসাদুরকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বংশীহারি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement