Advertisement

করোনা মোকাবিলায় ২০০ অস্থায়ী ডাক্তার নিয়োগ উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে

করোনা পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হচ্ছে উত্তরবঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য আরও বাড়তি চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। অস্থায়ী ভিত্তিতে প্রায় ২০০ ডাক্তার করোনা মোকাবিলায় কাজ করবে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ- ফাইল ফটো
সংগ্রাম সিংহরায়
  • উত্তরবঙ্গ,
  • 08 May 2021,
  • अपडेटेड 2:09 PM IST
  • উত্তরের সব সরকারি হাসপাতালে নিয়োগ
  • ২ মাসের অস্থায়ী চুক্তিতে ডাক্তার নিয়োগ
  • নিয়োগের মেয়াদ পরে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হবে

উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

করোনা পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হচ্ছে উত্তরবঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে চলে না যায়, সে জন্য আরও বাড়তি চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর।

গড়ে দিনে দু'হাজারের বেশি আক্রান্তের সংখ্যা

উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই গড়ে দুই হাজারের বেশি থাকছে। কয়েকটি কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে। অনেক নার্সিংহোমে চিকিৎসার জন্য বেড মিলছে না। তবে সরকারি স্তরে আরও চিকিৎসা প্রয়োজন রয়েছে বলে মনে করেছে স্বাস্থ্য দফতর। 

১৯৪ জনকে নিয়োগ

আগামী কয়েক মাস করোনা মোকাবিলায় মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ১৯৪ জনকে নিয়োগ করল রাজ্য। সাধারণ চিকিৎসক এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ বেশ কয়েকটি বিভাগে এই চিকিৎসক নিয়োগ করা হবে। এনেসথেসিয়া, রেসপিরেটরি মেডিসিন সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। 

কোন কোন হাসপাতালে নিয়োগ করা হবে?

গোটা উত্তরবঙ্গের, কোচবিহার, এমজিএম, মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, রায়গঞ্জ মেডিকেল কলেজ, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, দিনহাটা মহকুমা হাসপাতাল, দার্জিলিং জেলা হাসপাতাল, শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম, কার্শিয়াং মহকুমা হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল, গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল, তুফানগঞ্জ মানসিক হাসপাতাল, চাঁচল হাসপাতাল, সহ আরও বিভিন্ন হাসপাতাল মিলিয়ে মোট ১৯৪ জনকে নিয়োগ করেছে স্বাস্থ্য দপ্তর।

আপাতত অস্থায়ীভাবে নিয়োগ

তবে এদের সবাইকে অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত রায় জানিয়েছেন, আপাতত করোনা মোকাবিলার জন্য অস্থায়ী ভিত্তিতে এঁদের নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে নিয়োগের মেয়াদ বাড়ানো হবে কিনা তা ঠিক করা হবে।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement