শিলিগুড়িতে ফের স্পায়ের আড়ালে মধুচক্র ফাঁস। রবিবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলে অভিযান চালিয়ে পুলিশ চক্রটি ভেঙে দেয়। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। যদিও আরও বহু এমন স্পা রয়েছে ওই শপিং মলে, সেগুলিতে কেন হাত দিচ্ছে না পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Adani Vs Ambani: বিশ্বের ধনীদের তালিকায় উপরে উঠে এলেন আম্বানি, আদানি কত নম্বরে ?
মাটিগাড়ার একটি শপিং মলে স্পায়ের আড়ালে চলছিল মধুচক্রের ব্যবসা। পর্দা ফাঁস করল মাটিগাড়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ৭।ধৃতদের মধ্যে চারজন মহিলা এবং ৩ জন ব্যক্তি।ধৃত ৩ ব্যক্তির মধ্যে দুজন কাটিহার এবং একজন মাটিগাড়ার বাসিন্দা এবং বাকি ৪ মহিলা ভক্তিনগর থানা অন্তর্গত এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, মাটিগাড়ার শপিং মলে স্পায়ের আড়ালে এই ব্যবসার কারবার দীর্ঘদিন ধরে চলছে। শিলিগুড়ি পুলিশ এই কারবার বন্ধ করতে একাধিকবার অভিযানও চালায়। এরপরও তা পুরোপুরি বন্ধ হয়নি। ফের একবার অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এই শপিং মল এবং তার আশপাশে একাধিক আইনবিরুদ্ধ কাজ হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই শপিং মলের বেসমেন্ট এবং উপর তলায় এমন একাধিক স্পা রয়েছে। খদ্দেররা গেলেই তার খোঁজ পান। তবে পুলিশ গেলে সতর্ক হয়ে যায় তারা। তাদের বিভিন্ন স্পাই থাকে। সন্দেহজনক কাউকে দেখলেই তারা খবর দিয়ে দেন। সতর্ক হয়ে যায় কারবারিরা।
আরও পডুনঃ Water Drinking Threat: প্রচুর জল খাওয়ার অভ্যাস? সতর্ক হন, হতে পারে প্রাণঘাতী
অন্যদিকে এই শপিং মলে কল সেন্টারের ছদ্মবেশে ফ্রেন্ডশিপ ক্লাব চালানোর অভিযোগ উঠছে। শিলিগুড়ি শহরে আগে রমরমিয়ে চললেও এখন স্থানীয়রা সতর্ক হয়ে যাওয়ায় লোকালয় ছেড়ে তারা বাণিজ্যিক এলাকা বেছে নিয়েছে। চলছে রমরমিয়ে ব্যবসা। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও সেগুলি ছিঁটেফোঁটা।