Advertisement

Ajit Doval in Darjeeling:দার্জিলিং-এ ডোভাল, নিরাপত্তা উপদেষ্টার সফর ঘিরে জল্পনা তুঙ্গে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ভারতের জেমস বন্ড বলা হয়ে থাকে। তার কর্মজীবনকে কেন্দ্র করে অনেক গল্প রয়েছে। সেই ডোভালই এখন রয়েছেন শৈল শহর দার্জিলিং-এ। আর তার এই সফয় নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 03 Jul 2022,
  • अपडेटेड 5:44 PM IST
  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ভারতের জেমস বন্ড বলা হয়ে থাকে
  • তার কর্মজীবনকে কেন্দ্র করে অনেক গল্প রয়েছে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ভারতের জেমস বন্ড বলা হয়ে থাকে। তার কর্মজীবনকে কেন্দ্র করে অনেক গল্প রয়েছে। সেই ডোভালই এখন রয়েছেন শৈল শহর দার্জিলিং-এ। আর তার এই সফয় নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। 

আচমকাই দার্জিলিং-এ হাজির হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শনিবার বাগডোগরা বিমানবন্দের নামেন তিনি।  তারপর সেখান থেকে সোজা চলে যান কার্শিয়ংয়ের মকাইবাড়িতে। সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন। সূত্রের খবর, পাঁচ দিনের জন্য পাহাড় সফরে এসেছেন দোভাল। তবে তাঁর এই সফর ব্যক্তিগত না সরকারি, তা জানা যায়নি। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশাসনিক কর্মসূচি সম্পর্কেও কিছু জানা যায়নি। 

শনিবার বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিধায়ক নিরাজ জিম্বা। জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই পাহাড় সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। পরিবারের সদস্যরা থাকায় তাঁর এই সফর  ব্যক্তিগত হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে।

 এদিকে গত সপ্তাহেই পাহাড়ে় শেষ হয়েছে জিটিএ নির্বাচন । ১০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাহাড়ে। ৪৫টি আসনের মধ্যে এই নির্বাচনে মোট ২৭টি আসন জিতে নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর নির্বাচন শেষ হওয়ার ঠিক পরেই পাহাড়ে  অজিত ডোভালের উপস্থিতি তাই নতুন জল্পনা তৈরি করেছে। কারণ,  জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশাসনিক কর্মসূচি সম্পর্কেও পাহাড়ের রাজনৈতিক মহলও অন্ধকারে। এদিকে সম্প্রতি অগ্নিপথ নিয়ে দেশজোড়া বিক্ষোভের মাঝে মুখ খোলেন ডোভাল। তিনি বলেন, ‘‘এটি কোনও হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়। ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত।’’

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement