Advertisement

উত্তরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নীচে, স্বস্তি

অবশেষে উত্তরবঙ্গে করোনা সংক্রমনের সংখ্যা হাজারের নীচে নামল। শেষ ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৫ জন। ফলে স্বস্তি ফিরছে উত্তরবঙ্গে। জুন মাসের পর থেকে করোনা সংক্রমণে লাগাম পড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন স্বাস্থ্য কর্তারা।

উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতাল - ফাইল ছবি
সংগ্রাম সিংহরায়
  • উত্তরবঙ্গ,
  • 10 Jun 2021,
  • अपडेटेड 10:56 AM IST
  • দৈনিক সংক্রমণ হাজারের নীচে
  • শিশুদের আক্রান্ত না হওয়ার খবরে স্বস্তি
  • রিপোর্ট নিয়ে জালিয়াতিতে সতর্কতা

উত্তরে সংক্রমণের সংখ্যা হাজারের নীচে

অবশেষে উত্তরবঙ্গে করোনা সংক্রমনের সংখ্যা হাজারের নীচে নামল। শেষ ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৫ জন। ফলে স্বস্তি ফিরছে উত্তরবঙ্গে। জুন মাসের পর থেকে করোনা সংক্রমণে লাগাম পড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন স্বাস্থ্য কর্তারা।

মৃতের সংখ্য়াতেও হ্রাস

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং রায়গঞ্জের এক বাসিন্দা শিলিগুড়ির একটি নার্সিংহোমে মারা গিয়েছেন।

নতুন আক্রান্তের খতিয়ান

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কোচবিহারে ২২২ জন, আলিপুরদুয়ারে ৫৮ জন, জলপাইগুড়িতে ৩৩৪ জন, দার্জিলিংয়ের ২৬১ জন, মালদায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আলিপুরদুয়ারের দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য দুয়ারে ভ্যাকসিন

অন্যদিকে রাজ্যের উদ্যোগে প্রবীণদের জন্য দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু করা হয়েছে। মূলত প্রবীণ নাগরিক যাঁরা ৬০ বছরের উর্ধ্বে, তাঁদের বাড়ি গিয়ে এইভাবে টিকা দেওয়া হচ্ছে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলার কালচিনির বক্সা এলাকার দুর্গম জায়গা থেকে এসে টিকা নেওয়া প্রায় অসম্ভব। তাই তাঁদের সেখানে গিয়ে টিকা দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ফলপ্রসূ হল।

শিশুদের সংক্রমণ তেমন না হওয়ায় স্বস্তি

অন্যদিকে কোভিডের তৃতীয় ওয়েভ শিশুদের ওপর বিশেষ প্রভাব ফেলবে এবং শিশুদের আক্রান্ত করবে বলে খবর ছড়ানোতে উত্তরবঙ্গের সমস্ত জেলায় শিশুদের জন্য কোভিড পিকু ওয়ার্ড চালু রাখা হয়েছিল। যদিও এমন কোনও তথ্য প্রমাণ হয়নি বলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উত্তরের স্বাস্থ্য বিভাগগুলি। তবে প্রতিটি জেলাতে কোনও রকম গাফিলতি করা হবে না বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।

করোনা পরীক্ষায় সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

অন্যদিকে শিলিগুড়িতে ভুয়া ডায়াগনস্টিক সেন্টার কর্মী গ্রেফতার হওয়ার পর আরও বেশি সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে রোগী ও রোগীর পরিবারদের। যে কোনও এই ধরণের খবর পেলে স্বাস্থ্য দফতর ও পুলিশে খবর দিতে জানানো হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement