Advertisement

বৃহস্পতিবার পথে নামছে বাস, উত্তরবঙ্গে অনিশ্চিত বেসরকারি পরিষেবা

রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ শিথিল হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে চলছে রাজ্য। ইতিমধ্যে বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে সরকারের বিধি নিষেধ শিথিল হওয়ার পরই ১ জুলাই থেকে রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আপাতত চালু হচ্ছে গণ পরিষেবা। তবে রাজ্য সরকারের নির্দেশিকার পরেও প্রশ্নচিহ্নের মুখে উত্তরবঙ্গের বেসরকারি বাস পরিষেবা।

প্রতীকী ছবি
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 30 Jun 2021,
  • अपडेटेड 4:13 PM IST
  • আগামিকাল চালি সরকারি-বেসরকারি বাস পরিষেবা
  • পরিষেবা চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে
  • উত্তরবঙ্গের বেসরকারি বাস পরিষেবা চালু নিয়ে অনিশ্চয়তা

রাজ্য সরকারের নির্দেশে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হচ্ছে বাস পরিষেবা। কিন্তু উত্তরবঙ্গে অনিশ্চয়তার মধ্যে বাস পরিষেবা। ভাড়া বৃদ্ধি না হলে আগামিকাল রাস্তায় নামবে না প্রায় ৬ হাজার বাস। তবে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে আপাতত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না গিয়ে রুটিন করে বাস চালু করার সিদ্ধান্ত নিল দূরপাল্লার বাস মালিকদের সংগঠন। সব মিলিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে প্রশ্নের মুখে উত্তরবঙ্গের যাত্রী পরিষেবা।

প্রতীকী ছবি

রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ শিথিল হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে চলছে রাজ্য। ইতিমধ্যে বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে সরকারের বিধি নিষেধ শিথিল হওয়ার পরই ১ জুলাই থেকে রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আপাতত চালু হচ্ছে গণ পরিষেবা। তবে রাজ্য সরকারের নির্দেশিকার পরেও প্রশ্নচিহ্নের মুখে উত্তরবঙ্গের বেসরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় এবং শিলিগুড়ি শহরে প্রতিদিন প্রায় ৬ হাজার বেসরকারি বাস চলাচল করে। রাজ্য সরকারের বিধি নিষেধের জেরে প্রায় দু'মাসের মত বন্ধ ছিল বাস পরিষেবা। তবে আগামিকাল থেকে শর্তসাপেক্ষে বাস চালানোর নির্দেশিকা থাকলেও আপাতত রাস্তায় নামবে না বেসরকারি বাস। এক্ষেত্রে, বাস মালিকদের সংগঠনের দাবি  রাজ্য সরকার ভাড়া বৃদ্ধি না করলে রাস্তায় বাস নামবে না। 

প্রতীকী ছবি

ভাড়া বৃদ্ধির দাবি

অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সভাপতি প্রণবকান্তি মানি জানিয়েছেন, "গত কয়েক বছর ধরেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বাস ভাড়া বৃদ্ধির দাবি জানানো হচ্ছে সরকারের কাছে। কিন্তু এখনও ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। আগে ১০০ শতাংশ যাত্রী নিয়েও বাস পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল বাস মালিকদের। তবে বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাস চালালে ঘর থেকে টাকা দিতে হবে।" অন্যদিকে দূরপাল্লার বেসরকারি বাস মালিকদের সংগঠন শিলিগুড়ি বাস ওনার্স বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ সাহা জানান, "আপাতত ভাড়া বৃদ্ধির দিকে না গিয়ে আমরা যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করছি। তবে প্রতিদিন রোটেশন করে ভিন রাজ্যে চলবে বাস।"

Advertisement

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এতদিন সরকারের কড়া বিধিনিষেধ থাকায় বাস পরিষেবা ছিল। তার ফলে চরম সংকটে দিন কাটাতে হয়েছে উত্তরবঙ্গের প্রায় ২৫ হাজার পরিবহণ কর্মীর পরিবারকে। আর অবশেষে রাজ্য যখন বিধিনিষেধ শিথিলের পথে হাঁটল তখনও বাস মালিকদের ভাড়া বৃদ্ধির দাবিতে ফের তৈরি হল অনিশ্চয়তা।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৫০০ বাস চলবে

এদিকে রাজ্য সরকারের নির্দেশে কোভিড স্বাস্থ্য বিধি মেনে বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এদিন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুরেশ আগারওয়াল জানান, "রাজ্য সরকারের কোভিড স্বাস্থ্যবিধি মেনে আগামিকাল থেকেই বিভিন্ন রুটে নামানো হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৫০০টি বাস। তবে যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।"


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement