Advertisement

কোচবিহারের সাগরদিঘিতে পবিত্র কচ্ছপের প্যান্টে জড়ানো মৃতদেহ উদ্ধার

কোচবিহারে সাগরদিঘি থেকে উদ্ধার হলো দিঘির জলে ফেলে রাখা প্যান্টে জড়ানো পবিত্র কচ্ছপ মোহন এর মৃতদেহ। পচা গলা অবস্থায় কচ্ছপটির দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কীভাবে কচ্ছপটি মারা গেল তা জানা যাচ্ছে না। সম্ভবত প্যান্টে জড়িয়ে বের হতে না পেরেই কচ্ছপটির মৃত্যু হয়ে থাকতে পারে।

প্যান্টে জড়ানো কচ্ছপের মৃতদেহ
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 24 Apr 2021,
  • अपडेटेड 7:22 PM IST
  • কচ্ছপের দেহটি প্যান্টে জড়ানো ছিল
  • কচ্ছপের দেহ ময়নাতদন্ত করবে বনদফতর
  • সাগরদিঘির পরিচ্ছন্নতা নষ্ট করছে বাসিন্দারা

কোচবিহারে সাগরদিঘি থেকে উদ্ধার হলো দিঘির জলে ফেলে রাখা প্যান্টে জড়ানো পবিত্র কচ্ছপ মোহন এর মৃতদেহ। পচা গলা অবস্থায় কচ্ছপটির দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কীভাবে কচ্ছপটি মারা গেল তা জানা যাচ্ছে না। সম্ভবত প্যান্টে জড়িয়ে বের হতে না পেরেই কচ্ছপটির মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় মানুষের কাছে পবিত্র ও পূজ্য এই কচ্ছপের মৃত্যু ঘিরে অঘটনের আশঙ্কা দানা বাঁধছে শহরবাসীর মনে।

কচ্ছপের দেহ

সাগরদিঘির জল থেকে উদ্ধার হয় পূর্ণ বয়স্ক ওই কচ্ছপের পচাগলা দেহ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় সাগরদিঘি চত্ত্বরে। স্পোর ও অনাসৃষ্টি নামে দুটি সংস্থা কচ্ছপটিকে দেবীবাড়ি ফরেস্ট অফিসের হাতে তুলে দেয়।

ঘটনা কি?

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে এক ব্যাক্তি সাগরদিঘির কোর্টের সামনের ঘাটে কচ্ছপের দেহটি ভেসে থাকতে দেখেন। তিনিই প্রথম কোচবিহার অনাসৃষ্টির এক সদস্য সুমন্ত সাহাকে খবর দেন। সুমন্তবাবু কোচবিহারের একটি বন্যপ্রান উদ্ধারকারী সংস্থা স্পোরকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ওই দুই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। কচ্ছপ্টিকে উদ্ধার করে দেবীবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে জমা দেয়।

কি প্রজাতির কচ্ছপ

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই কচ্ছপটি হল শর্পসেল টার্টল প্রজাতির। এটি মোহন নামে পরিচিত। এই মোহনকে কোচবিহারবাসী দেবতা জ্ঞানে পুজা করে। মোহন কোচবিহারবাসীর ভাবাবেগের সাথে জড়িত। তাই এই মোহন মৃতুর ঘটনায় তাই কোচবিহারবাসী ব্যথিত।

অভিযোগ

ওই দুই সংস্থার তরফে এদিন অভিযোগ করা হয়, সাগরদিঘিতে জামা কাপর কাচা হয়।  আবর্জনা ফেলার মাত্রা বেড়ে গিয়েছে। তাতে দিঘির জল দূষিত হচ্ছে।  এই মৃত কচ্ছপটিও সাগরদিঘিতে ফেলে দেওয়া একটি প্যান্টে আটকে ছিল। একটি দিঘির বাস্তুতন্ত্র তথা খাদ্য শৃঙ্খল রক্ষায় কচ্ছপের ভুমিকা খুবই গুরুত্বপূর্ন। আর এই শর্পসেল টার্টল প্রথম সারির সংরক্ষিত শ্রেণির। সরকারি কোনও রেকর্ড না থাকলেও কোচবিহারের ছোটবড় প্রায় সব দিঘিতেই কম বেশি মোহন আছে। এই দুঃখজনক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তাঁরা।

Advertisement

ময়নাতদন্তের আশ্বাস

এই ঘটনায় দেবীবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসার আশ্বাস দিয়েছেন, কচ্ছপটির ময়না তদন্ত করা হবে। এবং তারপর কেন এভাবে পচে মরে গেল, তার কারণ জানা যাবে।

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement