রাজ্যে নবীনতম জেলার মধ্যে অন্যতম আলিপুরদুয়ার এতদিন জলপাইগুড়ি জেলার অংশ হিসেবে থাকলেও ২০১৪ সালে স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ভারত থেকে ভুটানে যাওয়ার প্রবেশদ্বার এই জেলার মধ্য দিয়েই রয়েছে। পাশাপাশি এক জেলাতেই প্রাকৃতিক সৌন্দর্য একাধিক জঙ্গল ও ঐতিহাসিক এলাকা রয়েছে। শুধু এই জেলার খুব বেশি নয় আলিপুরদুয়ার স্টেশনে এসে নামা যায়। তারপর গাড়ি ভাড়া করে করুন। খরচ আরও কমে যাবে। পাহাড়ের চেয়ে অনেক সস্তায় আলিপুরদুয়ার ঘোরা সম্ভব। কিন্তু কি কি দেখবেন আলিপুরদুয়ারে? আসুন জেনে নিই...