গ্রীষ্মের ছুটিতে পাহাড় যাবেন? দার্জিলিঙে সামার ফেস্টিভ্যাল শুরু করল দার্জিলিং হিমালয়ান রেল বা DHR। কার্শিয়াং স্টেশনে এই প্রথম পর্যটনের প্রচারে ডিএইচআর-এর একমাস ব্যাপী অনুষ্ঠান। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, হরেক কিশিমের খাবার। যাতে পর্যটকরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে স্থানীয় নেপালি খাবারও উপভোগ করতে পারেন। ঘুম স্টেশনে এটা শুরু হয়েছে চলতি মাসের ১ তারিখ থেকে। তবে কার্শিয়াংয়ে হচ্ছে অনেক ব্যাপক আকারে। ছিলেন ডিআরএম শুভেন্দ্র কুমার চৌধুরী। তিনি নিজেও হিন্দি গান গেয়েছেন। ছিলেন কার্সিয়ংয়ের এসডিও। সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এবং বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। ১ মার্চ থেকে টয় ট্রেনের ভাড়াও সিট প্রতি ১৮০ টাকা কমেছে। একই দিনে এসি বগিও পুনরায় চালু করা হয়েছিল যা NJP থেকে দার্জিলিং পর্যন্ত চলছে।